Sheikh Shajahan: জেলবন্দি শাহজাহানের সব কিছু দেখাশোনা করে আলিম: সূত্র
Sheikh Shajahan: তিনদিন ভোলার বয়ান রেকর্ড করে ইডি। ইডির সামনে শাহজনের বিরুদ্ধে দেওয়া ভোলানাথের বিস্ফোরক বয়ান অনুযায়ী, ২০১৬ সালে শাহজাহান শেখ আসানসোলের কয়লা ব্যবসায়ীর থেকে কয়লা কিনে সন্দেশখালি ও সংলগ্ন এলাকায় ইটভাটায় বিক্রির ব্যবসা শুরু করে।
কলকাতা:
দিন যত গড়াচ্ছে ততই ঘনাচ্ছে রহস্য। জেলে বসেই ষড়যন্ত্রের জাল রচনা করেছিল শাহজাহান? ক্রমেই বাড়ছে জল্পনা। এবার ন্যাজাটকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেছেন ভোলানাথ ঘোষ। সূত্রের খবর, লিখিত অভিযোগের প্রথমেই নাম রয়েছে শেখ শাহজাহান, তাঁর স্ত্রী তসলিমা বিবি। তাঁদের সঙ্গেই অভিযোগপত্রে রয়েছে গফফর শেখ, সাবির আলি মোল্লা, ছয়রাপ মীর, আবুল কাহার মোল্লা, আব্দুল আলি মোল্লা ও নজরুল মোল্লার। এর মধ্যে আব্দুল আলি মোল্লা ঘাতক গাড়ির চালক বলে জানা যাচ্ছে। অন্যদিকে নজরুল মোল্লা হচ্ছে সেই বাইক চালক যাঁর বাইকে চেপেই আব্দুল চম্পট দিয়েছিল বলে অভিযোগ। পুলিশের সূত্রে খবর, খুন ও খুনের চেষ্টার ধারায় ধারাতেই দায়ের হয়েছে এফআইআর। অভিযোগপত্রে বলা হয়েছে শেখ শাহজাহান প্রথমে তাঁর স্ত্রীকে পরিকল্পনার কথা জানায়। তারপরই শাহজাহানের বাকি সঙ্গীদের হাত ধরে গোটা পরিকল্পনা সাজানো হয়। তেমনটাই অভিযোগপত্রে লিখেছেন ভোলানাথ ঘোষ।

