Alipurduar Smart Library: ডুয়ার্স দিশা প্রকল্পে আলিপুরদুয়ার জেলায় ছয় স্মার্ট লাইব্রেরি

এখানে এখন শুধু বই পড়াই নয়, সঙ্গে থাকছে আরো অনেক আধুনিক পঠন পাঠন ব্যবস্থা। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জেলার প্রতিটি ব্লকে এই লাইব্রেরি গুলোই আগামী দিনে হয়ে উঠবে চাকুরী প্রার্থীদের একমাত্র সহায়তা কেন্দ্র। এখান থেকেই শিক্ষা নিয়ে জেলার প্রান্তিক এলাকার ছাত্র ছাত্রীরা উজ্বল ভবিষৎ তৈরী করবে সহজেই

Alipurduar Smart Library: ডুয়ার্স দিশা প্রকল্পে আলিপুরদুয়ার জেলায় ছয় স্মার্ট লাইব্রেরি
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 7:40 PM

ডুয়ার্সর চা বাগান সহ বিভিন্ন এলাকায় থাকা পুরোনো লাইব্রেরি গুলো কে নতুন করে সংস্কার করে স্মার্ট লাইব্রেরির রূপ দিল জেলা প্রশাসন। আর এই প্রকল্পের হত ধরে প্রথাগত লাইব্রেরির ধ্যান ধারণাই একেবারে বদলে গিয়ে নতুন রূপে ধরা দিল জেলাবাসীর কাছে। এখানে এখন শুধু বই পড়াই নয়, সঙ্গে থাকছে আরো অনেক আধুনিক পঠন পাঠন ব্যবস্থা। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জেলার প্রতিটি ব্লকে এই লাইব্রেরি গুলোই আগামী দিনে হয়ে উঠবে চাকুরী প্রার্থীদের একমাত্র সহায়তা কেন্দ্র। এখান থেকেই শিক্ষা নিয়ে জেলার প্রান্তিক এলাকার ছাত্র ছাত্রীরা উজ্বল ভবিষৎ তৈরী করবে সহজেই। এই লাইব্রেরি গুলোতে প্রথগত বই পড়ার পাশাপাশি এলাকার শিক্ষার্থীদের জন্য থাকছে অনলাইন স্মার্ট ক্লাসের ব্যবস্থা। যে কোনো সর্ব ভারতীয় প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সফল হবার জন্য শিক্ষার্থীদের বিশেষ কোচিং করানো হবে এই লাইব্রেরি তে। এই বিষয়ে জেলা প্রশাসন কে সাহায্য করতে এগিয়ে এসেছে সমাজসেবী প্রতিষ্ঠান মানবিক মুখ। তারা জেলা পুলিশের সঙ্গে যৌথ ভাবে ইতিমধ্যেই জেলা জুড়ে আধুনিক শিক্ষার প্রসারে কাজ করে চলছে। এই মুহূর্তে জেলার মোট ৩৮টি লাইব্রেরির মধ্যে ছয়টি ব্লকে প্রতিটিতে একতি করে স্মার্ট লাইব্রেরি তৈরী করা হয়েছে। এই প্রকল্পে জেলা প্রশাসন খরচ করেছে মোট আড়াই কোটি টাকা।এই প্রসঙ্গে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জানান,এই লাইব্রেরি গুলোতে ই লার্নিং এর ব্যবস্থা রাখা হয়েছে, যাতে আগামী দিনে এখান কার চাকুরী প্রার্থীরা এই লাইব্রেরি তে কোচিং নিয়ে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সফল হতে পারে।ডুয়ার্সে ছড়িয়ে ছিটিয়ে আজ ৬ টি স্মার্ট লাইব্রেরীর উদ্বোধন হল।স্বাভাবিক ভাবেই খুশি পড়ুয়ারা।

Follow Us: