AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: বান্দোয়ানে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে BLO করার অভিযোগ

SIR: বান্দোয়ানে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে BLO করার অভিযোগ

তপন হালদার

| Edited By: জয়দীপ দাস

Updated on: Nov 09, 2025 | 4:17 PM

Share

BLO of TMC: প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দারা। সরব বিরোধী বিজেপিও। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকার রাজনৈতিক মহলে। যে বিএলও-কে নিয়ে এত শোরগোল সেই বাউরি লাল যদিও মানছেন তিনি তৃণমূলের শাসকদলের অভিযোগ। তিনি বলছেন, বিজেপি অভিযোগ জানিয়েছিল।

বান্দোয়ান: পুরুলিয়ার বান্দোয়ানে পঞ্চায়েত সদস্যকে বিএলও বানানোর অভিযোগ। অভিযোগ পেতেই বিএলও পদ থেকে সরালেও নতুন কোনও বিএলও-কে নিয়োগ করা হয়নি প্রশসানের তরফে। প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দারা। সরব বিরোধী বিজেপিও। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকার রাজনৈতিক মহলে। যে বিএলও-কে নিয়ে এত শোরগোল সেই বাউরি লাল যদিও মানছেন তিনি তৃণমূলের শাসকদলের অভিযোগ। তিনি বলছেন, বিজেপি অভিযোগ জানিয়েছিল।