SIR: বান্দোয়ানে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে BLO করার অভিযোগ
BLO of TMC: প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দারা। সরব বিরোধী বিজেপিও। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকার রাজনৈতিক মহলে। যে বিএলও-কে নিয়ে এত শোরগোল সেই বাউরি লাল যদিও মানছেন তিনি তৃণমূলের শাসকদলের অভিযোগ। তিনি বলছেন, বিজেপি অভিযোগ জানিয়েছিল।
বান্দোয়ান: পুরুলিয়ার বান্দোয়ানে পঞ্চায়েত সদস্যকে বিএলও বানানোর অভিযোগ। অভিযোগ পেতেই বিএলও পদ থেকে সরালেও নতুন কোনও বিএলও-কে নিয়োগ করা হয়নি প্রশসানের তরফে। প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দারা। সরব বিরোধী বিজেপিও। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকার রাজনৈতিক মহলে। যে বিএলও-কে নিয়ে এত শোরগোল সেই বাউরি লাল যদিও মানছেন তিনি তৃণমূলের শাসকদলের অভিযোগ। তিনি বলছেন, বিজেপি অভিযোগ জানিয়েছিল।
Latest Videos
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

