Murshidabad, BSF: ‘জওয়ানের স্ত্রীকে মেরে রাস্তায় ফেলে দিল’, ভয়ঙ্কর ঘটনা
জমি নিয়ে পুরনো বিবাদ গিয়ে থামল রণক্ষেত্রের চেহারায়। মুর্শিদাবাদের কান্দিতে সেনা কর্মীর পরিবারকে ধারাল অস্ত্র দিয়ে হামলার অভিযোগে তীব্র চাঞ্চল্য। কান্দি থানা এলাকা নিবাসী বিএসএফে কর্মরত শামিম করিমের অনুপস্থিতে তাঁর স্ত্রী নুকসানা করিম ও দুই সন্তানকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে রব্বিল শেখ, রিঙ্কু শেখ-সহ কয়েকজন। বিবাদের মূল কেন্দ্রে ছিল পাঁচ কাঠা জমি। গুরুতর জখম […]
জমি নিয়ে পুরনো বিবাদ গিয়ে থামল রণক্ষেত্রের চেহারায়। মুর্শিদাবাদের কান্দিতে সেনা কর্মীর পরিবারকে ধারাল অস্ত্র দিয়ে হামলার অভিযোগে তীব্র চাঞ্চল্য। কান্দি থানা এলাকা নিবাসী বিএসএফে কর্মরত শামিম করিমের অনুপস্থিতে তাঁর স্ত্রী নুকসানা করিম ও দুই সন্তানকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে রব্বিল শেখ, রিঙ্কু শেখ-সহ কয়েকজন। বিবাদের মূল কেন্দ্রে ছিল পাঁচ কাঠা জমি। গুরুতর জখম তিনজনকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। কী বলছে বিএসএফ জওয়ান? দেখুন ভিডিয়ো