AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri Post Office News: টাকা আত্মসাৎ, ফেরত চাইতেই

Jalpaiguri Post Office News: টাকা আত্মসাৎ, ফেরত চাইতেই

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 13, 2023 | 7:16 PM

Share

আমানতকারীদের টাকা একাউন্টে জমা না করে আত্মসাৎ। টাকা ফেরত চাইতেই আত্মঘাতী পোস্ট মাস্টার। আর্থিক তছরুপের অভিযোগ তুলে টাকা ফেরতের দাবীতে পোস্ট অফিস সুপারিন্টেন্ডেন্টের দারস্থ গ্রামের আমানতকারীরা।

আমানতকারীদের টাকা একাউন্টে জমা না করে আত্মসাৎ। টাকা ফেরত চাইতেই আত্মঘাতী পোস্ট মাস্টার। আর্থিক তছরুপের অভিযোগ তুলে টাকা ফেরতের দাবীতে পোস্ট অফিস সুপারিন্টেন্ডেন্টের দারস্থ গ্রামের আমানতকারীরা। রাজগঞ্জ ব্লকের মান্তাদারি অঞ্চলের বাসিন্দারা স্থানীয় মেনঘরা গ্রামীন পোস্ট অফিসে টাকা জমা রাখতেন। অভিযোগ তারা পোস্ট মাস্টার নুর আমিনকে যখনই টাকা জমা দিতেন তখনই নুর বাবু লিংক না থাকার অছিলায় তাদের পাশ বই নিয়ে নিতেন। টাকা বইতে এন্ট্রি না করে সাদা কাগজের স্লিপে লিখে দিতেন। এইভাবেই তাদের জমা কিংবা টাকা তোলার কাজ চলতো।* সম্প্রতি আমানতকারীরা জানতে পারেন নুর আমিন IPL কিংবা অন্যান্য অন লাইন জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছেন। তাদের সন্দেহ হওয়ায় তারা পাশ বই ফেরত চায়। কেউ আবার টাকা তুলতে গেলে টাকাও তুলতে পারেননা। এরপর নুর আমিন আত্মঘাতী হন।গ্রামবাসীদের অভিযোগ অন্তত দুই শতাধিক আমানতকারীদের কাছ থেকে অন্তত এক কোটি টাকা আত্মসাৎ করেছেন নুর আমিন। টাকা ফেরত চাইতেই তিনি আত্মঘাতী হন।তাই অবিলম্বে টাকা ফেরাবার দাবীতে জলপাইগুড়িস্থিত পোস্ট অফিসের সুপারিন্টেন্ডেন্ট এর দারস্থ হয়ে অভিযোগ করেন গ্রামবাসীরা।পোস্ট অফিস আধিকারিক নিলাদ্রী বসাক বলেন আমরা অভিযোগ পেলাম। সবটাই তদন্তের বিষয়। তদন্ত হবে। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।