Sandeshkhali: ধাক্কা মেরেই পালিয়ে গেল ট্রাকচালক! জেলে বসেই খুনের ছক শাহজাহানের?
Sheikh Shahjahan: যা ঘিরে তুঙ্গে পারদ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর ছোট ছেলে সত্যজিৎ ঘোষের। তারপর থেকেই ভয়াবহ দুর্ঘটনা চরিত্র বদলে হয়েছে 'খুনের ছক।' উঠেছে নানা অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য়ে উঠে এসেছে চাঞ্চল্যকর প্রসঙ্গ।
ন্যাজাট: শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য় দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন ভোলানাথ ঘোষ। যা ঘিরে তুঙ্গে পারদ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর ছোট ছেলে সত্যজিৎ ঘোষের। তারপর থেকেই ভয়াবহ দুর্ঘটনা চরিত্র বদলে হয়েছে ‘খুনের ছক।’ উঠেছে নানা অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য়ে উঠে এসেছে চাঞ্চল্যকর প্রসঙ্গ।
সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানিয়েছেন, ‘দুর্ঘটনার পরেই ট্রাকচালক গাড়ি থেকে বেরিয়ে আসে। ওখানেই একজন আগে থেকেই বাইক নিয়ে অপেক্ষা করছিলেন। এরপর অভিযুক্ত ট্রাকচালক তাতে উঠে সেখান থেকে পালিয়ে যায়।’ সবটাই যেন পূর্বপরিকল্পিত। তা হলে কি জেলে বসেই সাক্ষী খুনের ছক কষেছেন শাহজাহান?
Published on: Dec 10, 2025 07:11 PM
