Amazon Prime: দাম বাড়াল অ্যামাজন প্রাইম

Amazon Prime: দাম বাড়াল অ্যামাজন প্রাইম

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 02, 2023 | 8:29 PM

অ্যামাজন প্রাইম মেম্বারশিপ নিতে গেলে এবার বেশি টাকা খসাতে হবে গ্রাহকদের। সাধারণ গ্রাহকদের থেকে বেশি সুবিধা পাওয়া যায় অ্যামাজন প্রাইমে। এখানে দেখা যায় এক্সক্লুসিভ ওয়েব সিরিজ এবং সিনেমা।

১ মাসে খরচ বাড়ল ১২০টাকা। ৩ মাসের জন্য খরচ বাড়ল ১৪০টাকা।দামী হল অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন। নয়া ওয়েব সিরিজ, নতুন নতুন বিভিন্ন ভাষার সিনেমা দেখার জন্য অনেক ওটিটি প্রেমীরই ভরসার নাম অ্যামাজন প্রাইম। সেই অ্যামাজন প্রাইম এবার দামী। ১ মাসের জন্য এই প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করতে চাইলে এবার দর্শকদের ১৭৯টাকার বদলে খরচ করতে হবে ২৯৯টাকা। ৩ মাসের জন্য যাঁরা চ্যানেল সাবস্ক্রাইব করতে চাইবেন, তাঁদের জন্য খরচ হবে ৫৯৯টাকা। আগে যার খরচ ছিল ৪৫৯।তবে ১ বছরের সাবস্ক্রিপশনে কোনওরকম পরিবর্তন হচ্ছে না। অন্যদিকে দুটি ডিভাইসে SDকোয়ালিটিতে স্ট্রিমিম করার জন্য অ্যামাজন প্রাইমের নতুন সংযোজন অ্যামাজন প্রাইম লাইট। সেই খরচেরও কোনও পরিবর্তন নেই । বছরে ৯৯৯টাকা। প্রসঙ্গত, অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন নিলেই মিলবে হরেক সুবিধা। ওটিটি প্ল্যাটফর্ম থেকে গান শোনার জন্য প্রাইম মিউজিক। সঙ্গে গেমিংয়ের জন্য প্রাইম গেমিংয়ের সুবিধা। অনলাইন শপিংয়েও থাকবে ছাড়। তাই এত সুবিধা পেতে গ্রাহকরা এখন ভাবতে শুরু করেছেন, মাত্র ১৫০টাকার কাছাকাছি বেশির জন্য অ্যআমাজন প্রাইম ছাড়া কি কাজের কাজ হবে?

Published on: May 02, 2023 06:06 PM