Markin H1 Visa Holder Indian: রাতারাতি আমেরিকা ছাড়ল ১০ হাজার ভারতীয়

Markin H1 Visa Holder Indian: রাতারাতি আমেরিকা ছাড়ল ১০ হাজার ভারতীয়

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 25, 2023 | 9:33 PM

মার্কিন এইচ-১বি ভিসা থাকলে কাজের সুযোগ কানাডায়। এমন ঘোষণা হয় সম্প্রতি। এতে ৭৫% এইচ-১বি ভিসাযুক্ত আমেরিকায় অবস্থিত ভারতীয় ভাবেন স্থানান্তরিত হবেন। প্রথমে ১০ হাজার ভিসা হোল্ডারকে ওয়ার্ক পারমিট দেয় কানাডা সরকার।

মার্কিন এইচ-১বি ভিসা থাকলে কাজের সুযোগ কানাডায়। এমন ঘোষণা হয় সম্প্রতি। এতে ৭৫% এইচ-১বি ভিসাযুক্ত আমেরিকায় অবস্থিত ভারতীয় ভাবেন স্থানান্তরিত হবেন। প্রথমে ১০ হাজার ভিসা হোল্ডারকে ওয়ার্ক পারমিট দেয় কানাডা সরকার। মাত্র ৪৮ ঘণ্টায় শেষ হয়ে যায় সেই পারমিট। আর কোনও ভিসা আবেদন আপাতত নিচ্ছে না কানাডা অভিবাসন। তবে এই দুরন্ত সাড়ায় বিশেষজ্ঞদের মত আবার এই সুযোগ আসবে। এই ওপেন ওয়ার্ক পারমিটে কানাডার যে কোনও স্থানে কাজের সুযোগ আছে বিদেশিদের। তাঁদের পরিবারের সদস্যরাও কাজ ও পড়াশোনার সুযোগ পাবেন সেখানে। করোনা পরবর্তী সময়ে কর্মী সংকট সামলাতে এই পদক্ষেপ কানাডা সরকারের। আমেরিকায় বর্তমানে বিপুল কর্মী ছাঁটাই চলছে। এতে ভারতীয়দের কাছে কানাডা ভাল বিকল্প। কানাডা ভিসার জন্য ভারতীয়দের তুমুল আগ্রহ আমেরিকাকে অস্বস্তিতে ফেলল। নরেন্দ্র মোদীর মার্কিন সফরে তিনি বলেন এইচ১বি ভিসা রিনিউ করা যাবে মার্কিন মুলুক থেকে। তারপরই কানাডা তাদের এই নীতি ঘোষণা করে। অনেকে বলছেন মার্কিন ভিসা নীতি আই-১৪০ এর মতো যা আছে তার দরজা খুলে দিক কানাডা।