Traffic Rules: হেলমেট ছাড়া বাইক? ৪০০০ টাকা জরিমানা
Traffic Rules for Bikers: পটনায় সিসি ক্যামেরায় যতবার হেলমেট বিহীন বাইক দেখা যাবে ততবার জরিমানা হবে। যদি কোনও হেলমেট বিহীন বাইককে ৪ বার দেখা যায় তাঁর জরিমানা হবে ৪০০০টাকা।
মাথায় হেলমেট না থাকলে ট্রাফিক পুলিশ ১০০০ টাকা জরিমানা। কিন্তু এবার থেকে মাথায় হেলমেট না থাকা অবস্থায় যতবার দেখা যাবে ততই বাড়বে ফাইন। এই নিয়ম চালু হল বিহারে। পটনায় সিসি ক্যামেরায় যতবার হেলমেট বিহীন বাইক দেখা যাবে ততবার জরিমানা হবে। যদি কোনও হেলমেট বিহীন বাইককে ৪ বার দেখা যায় তাঁর জরিমানা হবে ৪০০০টাকা। শুধু তাইই নয় এই জরিমানা দিতে হবে ৩ মাসের মধ্যে। তা না দিলে বাইক বিক্রি বা হস্তান্তরের সময়ে এনওসি পেতে জটিলতা হবে। ট্রাফিক এডিজি সুধাংশু কুমার বলেন জরিমানার চালান যাবে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে। হেলমেটহীন বাইক চালানো ছাড়াও ওই বাইকে পিলিয়ন তোলা, উচ্চগতি,৩জন এক বাইকে। আর রাস্তার ভুল দিকে চালালেও ফাইন করে পাটনা পুলিশ। তবে এক ভুলে একাধিকবার ফাইন কাটা নিয়ে অনেকেই সমালোচনা করেন। অনেকে বলছেন বাইকারকে বাড়ি পৌঁছানোর সুযোগ দেওয়া উচিত।