Darjeeling Toy Train: বন্ধ দার্জিলিং টয় ট্রেন

Darjeeling Toy Train: বন্ধ দার্জিলিং টয় ট্রেন

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 25, 2023 | 9:11 PM

Darjeeling Tourism: উত্তরবঙ্গের প্রবল বৃষ্টিতে পাহাড়ের এই অঞ্চলে টয় ট্রেন চালানো ঝুঁকিপূর্ণ। এই কারণেই বাতিল ৪টি জয় রাইড।

দার্জিলিং এর একটি আকর্ষণ যদি হয় কাঞ্চনজঙ্ঘা অন্যটি অবশ্যই টয় ট্রেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো হেরিটেজ সাইট। এবার বাতিল করা হল টয় ট্রেনের জয় রাইড। আগামী এক মাস বাতিল দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত জয় রাইড। উত্তর-পূর্ব সীমান্ত রেল জানাচ্ছে প্রবল বৃষ্টির জন্য এই সিদ্ধান্ত। স্টিম ইঞ্জিন ট্রেন ৫২৫৪৪,৫২৫৯৪ ও ৫২৫৯৮ র জয় রাইড বাতিল। বাতিল ডিজেল ৫২৫৯৭ জয় রাইডও। উত্তরবঙ্গের প্রবল বৃষ্টিতে পাহাড়ের এই অঞ্চলে টয় ট্রেন চালানো ঝুঁকিপূর্ণ। এই কারণেই বাতিল ৪টি জয় রাইড। রেল বলছে বর্ষায় পাহাড়ে পর্যটক কম থাকে। তাই এই সময়ে ট্রেন বাতিলে খুব একটা সমস্যা হবে না। বর্ষায় এই ট্রেনের টিকিটের চাহিদা কম থাকে। আবহাওয়ার পরিবর্তন হলে সিদ্ধান্ত বদলাবে রেল।