Lunar System: চাঁদ ছাড়া পৃথিবীর দিন ৬০ ঘণ্টার
Moon Science: মহাজাগতিক টানের কারণে সূর্য, পৃথিবী ও চাঁদের একে অপরের প্রতি টান থাকে। গবেষকরা বলছেন সেই টান কমছে। প্রতিদিন পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ। প্রায় ১ বিলিয়ন বছর ধরে চলছে এই প্রক্রিয়া। প্রতি শতাব্দীতে চাঁদ ১.৭ মিলিসেকেন্ড করে দিন বাড়ে পৃথিবীর ওপরে চাঁদের আকর্ষণে। একটি গবেষণা বলছে এই টান না থাকলে এতদিনে পৃথিবীর দিন হত ৬০ ঘণ্টার।
চাঁদের টানে পৃথিবীতে জোয়ার ভাঁটা হয়। পৃথিবী চাঁদকে মাধ্যাকর্ষণের মাধ্মে আকর্ষণ করে। চাঁদও মহাজাগতিক আকর্ষণে পৃথিবীকে নিজের দিকে টানে। সাম্প্রতিক এক গবেষণা বলছে চাঁদ তৈরির সময়ে পৃথিবীর দিন ছিল ১০ ঘণ্টার। সময়ের সঙ্গে চাঁদ তার অক্ষে ঘূর্ণনের বেগ কমিয়ে দেয়। ফলে পৃথিবীর দিন ১০ ঘণ্টা থেকে বাড়তে বাড়তে ২৪ ঘণ্টার হয়েছে। মহাজাগতিক টানের কারণে সূর্য, পৃথিবী ও চাঁদের একে অপরের প্রতি টান থাকে। গবেষকরা বলছেন সেই টান কমছে। প্রতিদিন পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ। প্রায় ১ বিলিয়ন বছর ধরে চলছে এই প্রক্রিয়া। প্রতি শতাব্দীতে চাঁদ ১.৭ মিলিসেকেন্ড করে দিন বাড়ে পৃথিবীর ওপরে চাঁদের আকর্ষণে। একটি গবেষণা বলছে এই টান না থাকলে এতদিনে পৃথিবীর দিন হত ৬০ ঘণ্টার। গবেষকরা বলছেন জোয়ারে চাঁদের টানে পৃথিবীর একদিকে মহাসাগরের জল ফুলে ওঠে। পৃথিবীর অন্যদিকে তখন ভাঁটা। বিপরীতমুখী এই দুই ঘটনায় সমুদ্রের তলদেশে ঘর্ষণ সৃষ্টি হয়। এই ঘর্ষণ বল পৃথিবীর ঘূর্ণন বেগ কমিয়ে দেয়। গবেষকরা বলছেন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলেও একটি জোয়ার তৈরি করে। তার সঙ্গে পৃথিবীর মাধ্যাকর্ষণ মিলে একটি টর্ক তৈরি হয়। এতে আবার বেড়ে যায় পৃথিবীর ঘূর্ণন বেগ।