AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Electric Car Subsidy: ইলেকট্রিক বাহনের ভর্তুকি দেওয়া শুরু

Electric Car Subsidy: ইলেকট্রিক বাহনের ভর্তুকি দেওয়া শুরু

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 25, 2023 | 8:53 PM

Share

ইলেকট্রিক গাড়ির ভর্তুকি দেওয়া শুরু করল উত্তর প্রদেশ সরকার। শুরু হয়েছে ভর্তুকির আবেদন প্রক্রিয়া। অনলাইনে পোর্টাল upevsubsidy.in এ আবেদন করা যাবে। ১৪ অক্টোবর ২০২২এর পর যারা ই কার কিনেছেন তাঁরা দরখাস্ত করতে পারবেন।

ইলেকট্রিক গাড়ির ভর্তুকি দেওয়া শুরু করল উত্তর প্রদেশ সরকার। শুরু হয়েছে ভর্তুকির আবেদন প্রক্রিয়া। অনলাইনে পোর্টাল upevsubsidy.in এ আবেদন করা যাবে। ১৪ অক্টোবর ২০২২এর পর যারা ই কার কিনেছেন তাঁরা দরখাস্ত করতে পারবেন। গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে ভর্তুকির টাকা। ২০২২ এ বৈদ্যুতিক গাড়ির ম্যানুফ্যাকচারিং মোবিলিটি পলিসি করে সরকার। সেই পলিসির ভর্তুকি ইনসেনটিভ স্কিমে দেওয়া হচ্ছে টাকা। ১৪ অক্টোবর ২০২২ থেকে ১৩ অক্টোবর ২০২৩ পর্যন্ত চলবে এই স্কিম। দেওয়া হবে ১৫% ভর্তুকি। প্রথম ২লাখ দু চাকার গ্রাহকদের দেওয়া হবে ৫০০০ টাকা। প্রথম ২৫ হাজার চার চাকার গ্রাহকদের দেওয়া হবে ১,০০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি। ৪০০ ইলেকট্রিক বাসের জন্য ২০,০০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি। প্রথম ১০০ পণ্যবাহী গাড়ির জন্য ১,০০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি। ব্যাটারি ছাড়া কেনা গাড়িতে ৫০% ভর্তুকি দিচ্ছে উত্তর প্রদেশ।