First Sports Car Of India: ৬ সেকেন্ডে ১০০য় ছোটে এই গাড়ি!
ভারতের প্রথম স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি লঞ্চ হয় ১৯৯১এ। রতন টাটার টাটা মোটরস লঞ্চ করে টাটা সিয়েরা। ভারতে জনপ্রিয় হয়নি তখন এই গাড়ি। টাটা এই গাড়ি বিক্রি করে জার্মানি, ফ্রান্স, স্পেন ও ইতালিতে।
ভারতের প্রথম স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি লঞ্চ হয় ১৯৯১এ। রতন টাটার টাটা মোটরস লঞ্চ করে টাটা সিয়েরা। ভারতে জনপ্রিয় হয়নি তখন এই গাড়ি। টাটা এই গাড়ি বিক্রি করে জার্মানি, ফ্রান্স, স্পেন ও ইতালিতে। গাড়িটিতে ছিল ফর হুইল ড্রাইভ। এই গাড়িতে প্রথম ব্যবহার হয় পাওয়ার উইন্ডো। গাড়িটির দু লিটারের ইঞ্জিন ৬৩ হর্সপাওয়ার দিত। নয়ের দশকের সেই গাড়ির ইলেকট্রিক ভার্সন আসছে ২০২৫এ। ডিজাইন করেছেন প্রতাপ বোস। দেশের প্রথম স্পোর্টস কারও টাটা তৈরি করে। টাটার স্পোর্টস কার টাটা রেসিমো ২০১৭এ প্রথম প্রকাশ্যে আসে। সেবার জেনেভা অটো এক্সপো মাতায় এই গাড়ি। মাত্র ৬ সেকেন্ডে ১০০কিমি স্পিড তোলে এই গাড়ি। ভারতে মাত্র ২৫০টি টাটা রেসিমো তৈরি করেছে টাটা। গাড়িটিতে আছে একাধিক অত্যাধুনিক স্মার্ট ফিচার।
Latest Videos