Amitabh Bachchan & Aishwarya Rai Bachchan: বৌমার সঙ্গে রোমান্স, মুখ খুললেন বিগ বি

বৌমার সঙ্গে রোমান্স! ২০০৫ এ রিলিজ হয় বান্টি অউর বাবলি। সেই ছবিতে 'কজরা রে' গানের দৃশ্যে অমিতাভ ও তাঁর ছেলে অভিষেককে দেখা যায় ঐশ্বর্যর সঙ্গে নাচতে। বিগ বি র মুখে সেই ছবির বিখ্যাত সংলাপ 'ম্যাডাম, আই অ্যাম ইওর ওনলি অ্যাডাম'।

Amitabh Bachchan & Aishwarya Rai Bachchan: বৌমার সঙ্গে রোমান্স, মুখ খুললেন বিগ বি
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 9:12 PM

বৌমার সঙ্গে রোমান্স! ২০০৫ এ রিলিজ হয় বান্টি অউর বাবলি। সেই ছবিতে ‘কজরা রে’ গানের দৃশ্যে অমিতাভ ও তাঁর ছেলে অভিষেককে দেখা যায় ঐশ্বর্যর সঙ্গে নাচতে। বিগ বি র মুখে সেই ছবির বিখ্যাত সংলাপ ‘ম্যাডাম, আই অ্যাম ইওর ওনলি অ্যাডাম’। গানের দৃশ্যে ঐশ্বর্যর সঙ্গে চুটিয়ে প্রেম করেন বাবা ও ছেলে। তবে তখনও বচ্চন তনয়ের সঙ্গে বিয়ে হয়নি বিশ্ব সুন্দরী ঐশ্বর্যর। বহু বছর পর সেই গানের স্মৃতি নিয়ে মুখ খুলেছেন অমিতাভ। তিনি বলছেন ‘তখন ঐশ্বর্য আমার বৌমা হয়নি’। একজন পেশাদার অভিনেতা হিসাবে এই সেই গানের দৃশ্যে দুর্দান্ত অভিনয় করেন অমিতাভ।

২০০৭ এ অভিষেক ও ঐশ্বর্যর বিয়ে হয়। ২০১১ এ তাঁদের প্রথম সন্তান আরাধ্যার জন্ম। বিয়ের পর ধীরে ধীরে বলিউড থেকে সরে যান ঐশ্বর্য। ঐশ্বর্য এখন বেছে বেছে কাজ করেন। অন্যদিকে ওটিটিতে নিজের অভিনয়ের ছাপ ফেলছেন অভিষেক। ওটিটিতে তাঁর প্রায় সব ছবিই হিট। সদ্য মুক্তি পেয়েছে ঘুমর। তবুও এখনও বাবা-ছেলে ও বৌমার সেই নাচের কথা দর্শকদের স্মৃতিতে উজ্জ্বল।

Follow Us: