Amitabh Bachchan: ‘একবার ঢুকলেই…’, কোন কঠিন সত্যি সামনে আনলেন অমিতাভ?
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অমিতাভ বচ্চন। তবে এবার সেই সোশ্যাল মিডিয়া নিয়েই এক কঠিন সত্যি বললেন তিনি। লিখলেন, একবার সোশ্যাল মিডিয়ায় ঢুকলে, সময় যে কোথা থেকে বেরিয়ে যায় বোঝাই যায় না। পলকে বিগ বি-র কথার সমর্থনে ভক্তরা লেখেন ঠিক বলেছেন।
এ কী বললেন অমিতাভ?
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অমিতাভ বচ্চন। তবে এবার সেই সোশ্যাল মিডিয়া নিয়েই এক কঠিন সত্যি বললেন তিনি। লিখলেন, একবার সোশ্যাল মিডিয়ায় ঢুকলে, সময় যে কোথা থেকে বেরিয়ে যায় বোঝাই যায় না। পলকে বিগ বি-র কথার সমর্থনে ভক্তরা লেখেন ঠিক বলেছেন।
বিপাকে মাধুরী
ইজরায়েলের তরফে রবিবার রাফার একটি ক্যাম্পে এয়ার স্ট্রাইক চালিয়ে বহু প্যালেস্তাইনীয়দের হত্যা করা হয়েছে। তারপরই সোশ্যাল মিডিয়ায় বর্তমানে অল আইজ অন রাফা প্রচার চলছে। সেখানে যোগ দিয়েছিলেন মাধুরী দীক্ষিতও। তবে সেই পোস্ট কিছুক্ষণের মধ্যে মুছে দিতেই নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় তাঁকে।
শাহরুখের নতুন ছবি
শোনা যাচ্ছিল, শাহরুখ খানের নতুন ছবিতে অভিনয় করছেন তাঁর কন্যা সুহানা খান। সেই ছবির নাম নাকি ‘কিং’। তবে তা নিয়ে কিচ্ছু ঘোষণা হয়নি। এক ভিডিয়ো পোস্ট করেছেন শাহরুখ। সেই ভিডিয়োর মধ্যেই কিছু কাগজে নজর গিয়েছে, যাতে লেখা কিং। অনুমান কি তবে সত্যি, ‘কিং’ই কি তবে শাহরুখের পরবর্তী ছবির নাম। প্রশ্ন নেটিজ়েনদের।
সেরা দীপিকাই
আইএমডিবির সেরা ১০০ জন ভারতীয় তারকার মধ্যে এক নম্বর আসন দখল করে নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এক থেকে পাঁচের মধ্যে রয়েছেন শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, আলিয়া ভাট এবং ইরফান খান।
আমিরের ছেলের ছবি কবে আসছে
জুন মাসের ১৪ তারিখ নেটফ্লিক্সে মুক্তি পাবে জয়দীপ আহলাওয়াত এবং আমির খানের পুত্র জুনায়েদ খানের ছবি ‘মহারাজ: আ স্টোরি অফ ওয়ান ম্যান্স কারেজ ইন প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া’। এটিই জুনায়েদের প্রথম ছবি হতে চলেছে ওটিটিতে।
সপাট জবাব ঐশ্বর্যের
কান-এ গিয়ে সকলের রোষের মুখ পড়তে হয় ঐশ্বর্য রাই বচ্চনকে। কারণ একটাই, তাঁর পোশাক, তাঁর মেকআপ। কোনওটাই নাকি ভক্তদের মনের মতো হয়নি। মুখে পড়েছে নাকি তাঁর বয়সের ছাপ। এবার চুপচাপ বাথরোবে ছবি দিয়ে সকলকে চুপ করালেন ঐশ্বর্য। ৫০-এও এই রূপ, নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না নেটপাড়া।
সচেতন করছেন শ্রেয়া-সুনিধি
‘পিরিয়ডস কা মতলব হেলদি হ্যায় আপ…’। সম্প্রতি এক স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মিলে এমনই গান জুড়লেন শ্রেয়া ঘোষাল। একই কাজ করেছেন গায়িকা সুনিধি চৌহান। ঋতুস্রাব নিয়ে মেয়েদের সচেতন করতেই এই প্রয়াস।
বাবাকে হারালেন জ়ায়রা
প্রাক্তন অভিনেত্রী জ়ায়রা ওয়াসিমের জীবনে বড় ক্ষতি। বাবাকে হারালেন তিনি। বাবার উদ্দেশে আবেগপ্রবণ পোস্ট করেছেন অভিনেত্রী। লিখেছেন, “তোমাকে ছাড়া থাকতে পারছি না বাবা। তোমাকে ফিরতেই হবে।”
ইনফ্লুয়েন্সার যা বললেন…
‘বিটকেল বাঙালি’ সঈদকে তাঁর ভক্তরা ভালবেসে একটি উপহার দিয়েছেন। সেটি একটি পোস্ট। তাতে লেখা, “ভাই ১০জন উন্মেষ গঙ্গোপাধ্যায়, ২০জন কিরণ দত্তকে রোজ ব্রেকফাস্টে খেয়ে নিতে পারেন”। বিষয়টিতে রেগে গিয়ে সঈল শামসিল বলেছেন, “কাউকে ছোট করলে আমার খারাপ লাগে। আমরা কেউ কাউকে খেতে আসিনি। আমরা মানুষকে হাসাতে এসেছি।”