AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Gossip: ঐশ্বর্যর সঙ্গে বিবাদের জেরেই কি পরিবারে এমন ভাগ বাটোয়ারা?

Bollywood Gossip: ঐশ্বর্যর সঙ্গে বিবাদের জেরেই কি পরিবারে এমন ভাগ বাটোয়ারা?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 25, 2023 | 11:59 PM

Share

Bollywood Gossip: যে বাড়িতে অমিতাভের বাবা-মা হরিবংশ রাই বচ্চন এবং মা তেজি বচ্চন থাকতেন, সেই বাড়ি 'প্রতীক্ষা' বাবার থেকে পেয়েছিলেন অমিতাভ। সেই বাংলোটিই এবার মেয়ে শ্বেতা বচ্চন নন্দাকে লিখে দিলেন অমিতাভ। ঐশ্বর্যর সঙ্গে বিবাদের মাঝে পরিবারে এমন ভাগ বাটোয়ারা দেখে সক্কলেই তাজ্জব!

মেয়ে শ্বেতাই মালিক

যে বাড়িতে অমিতাভের বাবা-মা হরিবংশ রাই বচ্চন এবং মা তেজি বচ্চন থাকতেন, সেই বাড়ি ‘প্রতীক্ষা’ বাবার থেকে পেয়েছিলেন অমিতাভ। সেই বাংলোটিই এবার মেয়ে শ্বেতা বচ্চন নন্দাকে লিখে দিলেন অমিতাভ। ঐশ্বর্যর সঙ্গে বিবাদের মাঝে পরিবারে এমন ভাগ বাটোয়ারা দেখে সক্কলেই তাজ্জব!

 

মৃত্যুর মুখ থেকে ফেরেন ক্যাটরিনা
স্টান্ট করতে গিয়েই একবার ভয়ানক বিপদে পড়েছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। চিরকালের মতো না-ফেরার দেশে চলে যাচ্ছিলেন ক্যাট। কী সেই বিপদ জানেন? চপারে উঠে মাঝ আকাশে একটি স্টান্ট করছিলেন ক্যাটরিনা। হঠাৎই নিয়ন্ত্রণ হারায় সেই চপার। নীচের দিকে নেমে আসতে থাকে দ্রুত গতিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনাই মনে করে নায়িকার বলেন, “কেবল একজনের কথাই আমার মনে হচ্ছিল বারবার। মনে হচ্ছিল, আমার মা ঠিক থাকবে তো?”

 

পায়ে চোট অরিজিতের?

মন ভাল নেই অরিজিৎ ভক্তদের। ‘কী হয়েছে তাঁদের প্রিয় গায়কের’?– কিছুতেই বুঝে উঠতে পারছেন না তাঁরা! তবে ভিডিয়ো ভাইরাল হতেই তাঁদের মনে ঘনিয়েছে আশঙ্কার কালো মেঘ। শনিবার নেপালে গায়কের কনসার্ট। শো’র আগে তাঁর যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে স্টেজে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন গায়ক। যা দেখে আশঙ্কায় ভক্তকুল।

অঙ্কিতার প্রেগন্যান্সি রিপোর্ট সামনে

এই মুহূর্তে বিগবসে অংশ নিয়েছেন অঙ্কিতা লোখন্ডে। কিছু দিন যাবৎ মন মেজাজ কিছুই ভাল যাচ্ছিল না তাঁর। মিস হয় পিরিয়ডসও। অঙ্কিতা ধারণা করেছিলেন তিনি বুঝি মা হতে চলেছেন। হয় মূত্র পরীক্ষাও। অবশেষে এল অঙ্কিতার প্রেগন্যান্সি রিপোর্ট। জানা যাচ্ছে, তাঁর রিপোর্ট নেগেটিভ।

রণদীপের বিয়ে

বেশ কিছুদিন ধরেই বলিউডে কানাঘুষো, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের অন্যতম এলিজিবল ব্যাচেলর রণদীপ হুডা। এবার তাতে নিজেই সিলমোহর দিলেন অভিনেতা। জানালেন অভিনেত্রী লিন লায়শ্রমকে বিয়ে করতে চলেছেন। চলতি মাসেই বসবে তাঁদের বিবাহ বাসর। মণিপুরের ইম্ফলে আগামী ২৯ নভেম্বর বিয়ে করবেন তাঁরা।

রাহার ফ্লাইং কিস
সম্প্রতি রাহাকে নিয়ে মুখ খুলেছেন তাঁর বাবা অভিনেতা রণবীর কাপুর। তাঁর আসন্ন ছবি ‘অ্যানিম্যাল’-এর গান লঞ্চ অনুষ্ঠানে এসে রণবীর বলেছেন, “আমার মেয়ে তো এখন চোখ টিপতে শিখেছে। ও সকলকে ফ্লাইং কিসও দেয়।” তারপর রণবীর সক্কলকে অনেক-অনেক সন্তান জন্মের আর্জি জানিয়েছেন।

অঙ্কুশের আর্জি
২৪ নভেম্বর মুক্তি পেয়েছে অঙ্কুশ হাজরার বাংলা বাংলা ছবি ‘কুরবান’। সেরকম ভাবে দর্শক ভিড় করেননি হলে। তা দেখে অঙ্কুশ লিখেছেন, “…না বাংলা ছবির পাশে দাঁড়াতে অনুরোধ করছি না। শুধু ভাল লাগলে আশপাশের মানুষদের জানাবেন। না মানে আপনাদের ছাড়া কাদের কাছে অনুরোধ করব বলুন। আপাতত প্রেক্ষাগৃহে যে মাছিগুলো উড়ছে, তাদের তো আর বোঝাতে পারব না। যাই হোক ভাল থাকবেন সকলে। বাকি দেখা হচ্ছে ২০২৪-এ, কোনও এক সবচেয়ে বড় উৎসবে ‘মির্জা’ নিয়ে।”

শোকাহত পরীমণি
চলতি বছরে স্বামী শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন বাংলাদেশের চর্চিত অভিনেত্রী পরীমণি। ছেলে রাজ্য ও দাদুকে নিয়ে সংসার তাঁর। এরই মধ্যে খারাপ খবর। দাদু শামসুল হক গাজির মৃত্যু হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পরীমণির দাদু। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। অবশেষে চলে গেলেন তিনি।

ট্রোলড গৌরব-ঋদ্ধিমা
মাত্র আড়াই মাস বয়সেই প্রথমবার সফর শুরু করল অভিনেতা দম্পতি গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষের একরত্তি পুত্র ধীর। বাবা-মায়ের ৬ বছরের বিবাহবার্ষিকী পালন করতে সেও পাড়ি দিয়েছে দার্জিলিংয়ে। এত্ত ছোট্ট বাচ্চাকে নিয়ে সফর–ছবি শেয়ার হতেই নেটিজ়েনদের মন্তব্য, ‘সাহস আছে বলতে হবে’! কেই লিখেছেন, “আড়াই মাসের পুচকিকে নিয়ে বেরিয়ে পরেছেন? ওর যদি আবহাওয়া পরিবর্তন সহ্য না হয়…”। কিন্তু এত ছোট বয়সে ধীরকে যাত্রা শুরু কেন করতে হল?