Cake Like A Face: কেটে নেওয়া হল যুবতীর মুখ

Supriyo Ghosh

Supriyo Ghosh |

Updated on: Mar 04, 2023 | 3:04 PM

Cake News: বর্তমানে এমন একটি কেকের ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি অবাক হবেন। একজন শিল্পী এমন কেক বানিয়েছেন যে, কেকটি আসল না নকল বুঝতেই পারবেন না।

বর্তমানে এমন একটি কেকের ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি অবাক হবেন। একজন শিল্পী এমন কেক বানিয়েছেন যে, কেকটি আসল না নকল বুঝতেই পারবেন না। অবিকল নিজের মতো দেখতে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মেয়ে তার হাতে একটি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছেন। তার থালায় যা রাখা আছে, তা আপনাকে অবাক করবে। অবিকল তার মতো দেখতে একটি মাথা। প্রথমে আপনি ভাববেন এমনটা কীভাবে সম্ভব। প্লেটটি সরানোর পরের মুহুর্তে, দুটি অভিন্ন মেয়ে সেখানে উপস্থিত হতে শুরু করে। চেহারা, চুলের স্টাইল, হাসি, চোখ, মেকআপ সবকিছুই ছিল হুবহু একই রকম। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির আর প্লেটে মুখের রহস্য বুঝতে পারবেন না। কিন্তু তারপরে দেখা যাবে, থালায় রাখা মাথাটি কেকের মতো কেটে ফেললেন। মেয়েটি হুবহু তার মতো দেখতে একটি কেক বানিয়েছে। শিল্পী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিয়ো শেয়ার করেছেন। তারপর থেকেই ভাইরাল হয়েছে এই কেকের ভিডিয়ো। সোশ্য়াল মিডিয়ায় অধিকেংশ নেটিজ়েনকে অবাক করেছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কেকের সৌন্দর্য মানুষকে অবশ্যই তার ভক্ত করে তুলেছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত ৫ কোটির বেশি ভিউ এবং প্রায় ৩ লাখ লাইক পেয়েছে। কেউ বলেছেন, ‘আমি এক মুহূর্তের জন্য়ও বুঝতে পারিনি যে, কোনটি আসল আর কোনটি নকল’।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla