আনাচে-কানাচে যাদুঘর। Episode 01: রেকর্ড সংগ্রাহক সুশান্তকুমার চট্টোপাধ্যায়

আনাচে-কানাচে যাদুঘর। Episode 01: রেকর্ড সংগ্রাহক সুশান্তকুমার চট্টোপাধ্যায়

TV9 Bangla Digital

| Edited By: aryama das

Updated on: Jul 03, 2021 | 8:52 PM

অবসর জীবন কাটে তাঁর হেমন্ত-মান্না থেকে গহর জান, সবার গানে।

রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে পাঠ কিংবা নেতাজির বক্তৃতার রেকর্ড সংগ্রহক তিনি। সেইসব রেকর্ড তাঁর বাড়িতে গ্রামোফোনে চলে রোজ। তিনি দমদমের সুশান্তকুমার চট্টোপাধ্যায়। অবসর জীবন কাটে তাঁর হেমন্ত-মান্না থেকে গহর জান, সবার গানে। এমন কিছু রেকর্ড সংগ্রহ খুঁজে পাওয়া যাবে তার বাড়িতে, যা অন্য কোথাও পাবেন না আপনি।