আনাচে কানাচে যাদুঘর | Episode 06: গয়না সংগ্রাহক ঈশিতা বসু রায় । TV9 Bangla
নানা সময়ের এবং নানা জায়গার গয়নার রয়েছে তাঁর কাছে। সেই সঙ্গে আপনি জানতে পারবেন গয়নার ইতিহাস।
গয়না সংগ্রাহক ঈশিতা বসু রায়। মহিলারা সাধারণত গয়না পরতে ভালবাসেন। তবে ইনি তা সংগ্রহ করেন। নানা সময়ের এবং নানা জায়গার গয়নার রয়েছে তাঁর কাছে। সেই সঙ্গে আপনি জানতে পারবেন গয়নার ইতিহাস। তার সঙ্গে তাল মিলিয়ে তিনি দেখালেন বুকমার্ক।
Latest Videos