তাঁর বয়স ৮০ ছুঁইছুঁই। ওপার বাংলা থেকে এসে এপার বাংলায় বড় হয়ে ওঠা। বাংলা ভাষার প্রতি অদম্য টান। আজকের সংগ্রাহক ডাকটিকিট সংগ্রহ করেন। হ্যাঁ, মেইল চালাচালির যুগে কোথায় আর চিঠি? কোথায় আর ডাকটিকিট? তবে এক-আধটা নয়, হাজার হাজার ডাকটিকিটের সংগ্রহ তাঁর কাছে। প্রথম বাংলা ভাষায় লেখা ডাকটিকিট দেখালেন তিনি। বঙ্গভঙ্গের সময়ের ডাকটিকিট, স্বাধীনতার সময়কার ডাকটিকিট, এবং আরও পুরোনো নানা ডাকটিকিটের সংগ্রহ তাঁর কাছে।