মার্কেটে দামের ওঠাপড়া বুঝে তিনি জমিয়ে রাখেন নানা রকম ঘড়ি।
কলকাতার সংগ্রাহকদের তালিকায় তিনিই সবচেয়ে কনিষ্ঠ। ঘড়ি সংগ্রহ করেন। পকেট ঘড়ি, হাত ঘড়ি থেকে একের পর এক বড় দেওয়াল ঘড়ি। ঘড়ি সংগ্রহ নেশা হলেও এখান থেকেই উপার্জনের পথ খুঁজে পেয়েছেন তিনি। মার্কেটে দামের ওঠাপড়া বুঝেও তিনি জমিয়ে রাখেন নানা রকম ঘড়ি।