Shah Rukh Khan News: মাধ্যাকর্ষের বিপরীতে SRK

Shah Rukh Khan News: মাধ্যাকর্ষের বিপরীতে SRK

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 20, 2023 | 1:03 PM

৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের জওয়ান। ইতিমধ্যে জওয়ানের গান 'জিন্দা বান্দা' র সুরে এস আর কে ঝড় তুলেছেন। সেই ঝড়ের ঢেউয়ে এবার ভাসলেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা। মহিন্দ্রা গ্রুপের কর্ণধার 'জিন্দা বান্দা' দেখে লিখেছেন। এই নায়ক ৫৭ বছরের? শাহরুখের এজিং প্রসেস মাধ্যাকর্ষণের বিপরীতে দৌড়োয়। অন্য মানুষের থেকে ১০ গুণ জীবন্ত ইনি। জিন্দা বান্দা হো তো অ্যাইসা লিখেছেন আনন্দ মহিন্দ্রা।

৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের জওয়ান। ইতিমধ্যে জওয়ানের গান ‘জিন্দা বান্দা’ র সুরে এস আর কে ঝড় তুলেছেন। সেই ঝড়ের ঢেউয়ে এবার ভাসলেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা। মহিন্দ্রা গ্রুপের কর্ণধার ‘জিন্দা বান্দা’ দেখে লিখেছেন। এই নায়ক ৫৭ বছরের? শাহরুখের এজিং প্রসেস মাধ্যাকর্ষণের বিপরীতে দৌড়োয়। অন্য মানুষের থেকে ১০ গুণ জীবন্ত ইনি। জিন্দা বান্দা হো তো অ্যাইসা লিখেছেন আনন্দ মহিন্দ্রা। আনন্দ মহিন্দ্রার টুইটের উত্তর দিয়েছেন শাহরুখ। এস আর কে লিখেছেন খুব ছোট্ট জীবন, দ্রুত কেটে যায়। জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছেন জানান শাহরুখ। শাহরুখ লেখেন তিনি জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলেন। হেসে, কেঁদে, লাফিয়ে, উড়ে বিনোদন দিতে চান তিনি। কিছু অনুরাগীকে তারাদের দুনিয়ায় নিয়ে ভেসে যান। কিছু আনন্দের মুহূর্তের স্বপ্ন দেখতে চান শাহরুখ। যে গান নিয়ে এত কথা সেই জিন্দা বান্দার সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্র। এই গানে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সান্যা মালহোত্রা ও প্রিয়ামণি। হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পায় এই গান।