Ananya Panday: ট্রোলিং পাত্তা দেন না অনন্যা

চাঙ্কি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডে। কেরিয়ারের শুরু থেকেই নেপোটিজমের অভিযোগে অভিযুক্ত অনন্যা। বরাবর তিনি ট্রোলের শিকার। নানা অঙ্গ ভঙ্গির জন্য বা মন্তব্যের জন্য সোশাল মিডিয়ায় খোরাক হন অনন্যা।

Ananya Panday: ট্রোলিং পাত্তা দেন না অনন্যা
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 9:45 PM

চাঙ্কি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডে। কেরিয়ারের শুরু থেকেই নেপোটিজমের অভিযোগে অভিযুক্ত অনন্যা। বরাবর তিনি ট্রোলের শিকার। নানা অঙ্গ ভঙ্গির জন্য বা মন্তব্যের জন্য সোশাল মিডিয়ায় খোরাক হন অনন্যা। তাঁর এই বিষয়ে কী মত? সোশাল মিডিয়ার এসব কমেন্ট কি তাঁর চোখে পড়ে না। অনন্যা বলছেন ট্রোলিংকে পাত্তা দেন না তিনি।

তবে কেউ সমালোচনা করলে তা অবশ্যই গুরুত্ব দিয়ে শোনেন। নিজেকে শোধরান, পরামর্শ নেন। ড্রিম গার্ল ২ এ আয়ুষ্মান খুরানার বিপরীতে অনন্যা পাণ্ডে। নুসরত বারুচার স্থানে এবার এই সিকুয়ালে তিনি। অনন্যা বলছেন তাঁর লক্ষ্য অভিনয় শেখার। তা নিয়েই সম্পূর্ণ মনোনিবেশ করতে চাইছেন তিনি। ব্লকবাস্টার উপহার দিতে না পারলেও নজর কেড়েছেন অনন্যা। ‘গেহরাইয়া’য় তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। সব রকমের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন অনন্যা।

Follow Us: