5

Howrah News: আবার চিনা মাঞ্জায় দুর্ঘটনা

কর্মক্ষেত্রে যাবার পথে চীনা মাঞ্জা সুতো গলায় জড়িয়ে আহত এক বাইক চালক। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে ডোমজুড়ের শলপে ১৬ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে খবর বালি দুর্গাপুর সমবায় পল্লী এলাকার বাসিন্দা অয়ন বসু যখন বাইক চালিয়ে বাড়ি থেকে ডোমজুড়ের জালান কমপ্লেক্সের কারখানার উদ্দেশে যাচ্ছিলেন সেই সময় তার গলায় চিনা মাঞ্জা সুতো জড়িয়ে যায়।

| Edited By: | Updated on: Sep 19, 2023 | 7:36 PM

কর্মক্ষেত্রে যাবার পথে চীনা মাঞ্জা সুতো গলায় জড়িয়ে আহত এক বাইক চালক। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে ডোমজুড়ের শলপে ১৬ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে খবর বালি দুর্গাপুর সমবায় পল্লী এলাকার বাসিন্দা অয়ন বসু যখন বাইক চালিয়ে বাড়ি থেকে ডোমজুড়ের জালান কমপ্লেক্সের কারখানার উদ্দেশে যাচ্ছিলেন সেই সময় তার গলায় চিনা মাঞ্জা সুতো জড়িয়ে যায়। এই ঘটনায় তার গলার অনেকটা অংশ কেটে যায়। ঘটনাস্থলেই রক্তক্ষরণ শুরু হয়। রক্তাক্ত অবস্থায় তিনি নিজেই বাইক রাস্তার ধারে রেখে সোজা চলে আসেন বাঁকড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানেই সে এখন চিকিৎসাধীন। নার্সিংহোম সূত্রে খবর তার গলায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। চিকিৎসক তার গলায় একাধিক সেলাই করেন। চীনা মাঞ্জা সুতোর ব্যবহার নিষিদ্ধ হলেও পুলিশি নিষ্ক্রিয়তায় কমছে না এর ব্যবহার। বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়াতে ব্যবহার করা হচ্ছে এই সুতো। এর ফলেই দুর্ঘটনা ঘটেছে এমনটাই মনে করছেন আহত ব্যক্তির বন্ধু। তিনি দাবি করেন অবিলম্বে চিনা মাঞ্জা সুতো বিক্রি পুরোপুরি বন্ধ করতে হবে।

Follow Us: