5

Kalna Theft News: আবার সোনার দোকানে ডাকাতি!

পরিচয় গোপন রাখতে কৌশলে দোকানে বাইরে ও ভিতরে থাকা সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয় তারা।পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের নিমতলা বাজারে গত বৃহস্পতিবার গভীর রাতের ঘটনা।এই ঘটনায় চাঞ্চল্য,আতঙ্কিত ব্যবসায়ীরা

| Edited By: | Updated on: Sep 15, 2023 | 7:18 PM

সোনার দোকানে সাটার ভেঙে লক্ষাধিক টাকার সোনা ও রুপার অলংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পরিচয় গোপন রাখতে কৌশলে দোকানে বাইরে ও ভিতরে থাকা সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয় তারা।পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের নিমতলা বাজারে গত বৃহস্পতিবার গভীর রাতের ঘটনা।এই ঘটনায় চাঞ্চল্য,আতঙ্কিত ব্যবসায়ীরা। দোকানের মালিক প্রদীপ কুমার বনিক জানান, বাজার কমিটির লোক সকালে ফোন করতেই দোকানে এসে দেখি দোকানের সাটারের তালা গুলি ভাঙ্গা। সিসিটিভি ক্যামেরার মুখগুলো ঘোরানো। তবে সিসিটিভি ক্যামেরায় প্রথম ছবিতে দেখা গেছে 6 জনের দুস্কৃতি দল এই দুষ্কর্ম চালিয়েছে গতকাল রাতে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় নাদনঘাট থানার পুলিশ। দোকানের মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকায় রয়েছে একাধিক দোকান স্বভাবতই দোকানে ডাকাতির ঘটনায় আতঙ্কিত স্থানীয় এলাকার বহু ব্যবসায়ী।

Follow Us: