Antarctica News: ৬০০০ বছর বরফের তলায় দিব্যি বেঁচে

Antarctica News: ৬০০০ বছর বরফের তলায় দিব্যি বেঁচে

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 26, 2023 | 2:52 PM

বরফের সাম্রাজ্য আন্টার্কটিকা। আন্টার্কটিকার পশ্চিম অংশে জল প্রায় নেই। সবকিছু জমে কঠিন বরফ সেখানে। গরম জল দিয়ে ড্রিল করে হিমবাহের নীচ থেকে জলের নমুনা তুললেন বিজ্ঞানীরা। ৬০০০ বছরের পুরনো সি ১৪ হিমবাহের নিচের জল পরীক্ষা করলেন। প্রাণের কোনও অস্তিত্ব না থাকলেও দিব্যি বেঁচে আছে জীবাণু ও ব্যাকটেরিয়া।

বরফের সাম্রাজ্য আন্টার্কটিকা। আন্টার্কটিকার পশ্চিম অংশে জল প্রায় নেই। সবকিছু জমে কঠিন বরফ সেখানে। গরম জল দিয়ে ড্রিল করে হিমবাহের নীচ থেকে জলের নমুনা তুললেন বিজ্ঞানীরা। ৬০০০ বছরের পুরনো সি ১৪ হিমবাহের নিচের জল পরীক্ষা করলেন। প্রাণের কোনও অস্তিত্ব না থাকলেও দিব্যি বেঁচে আছে জীবাণু ও ব্যাকটেরিয়া। #Antarctica | #Ice | #Science বরফের সাম্রাজ্য আন্টার্কটিকা। আন্টার্কটিকার পশ্চিম অংশে জল প্রায় নেই। সবকিছু জমে কঠিন বরফ সেখানে। গরম জল দিয়ে ড্রিল করে হিমবাহের নীচ থেকে জলের নমুনা তুললেন বিজ্ঞানীরা। ৬০০০ বছরের পুরনো সি ১৪ হিমবাহের নিচের জল পরীক্ষা করলেন। প্রাণের কোনও অস্তিত্ব না থাকলেও দিব্যি বেঁচে আছে জীবাণু ও ব্যাকটেরিয়া। হাজার বছর মেরুপ্রদেশের মহাসাগরের জলে দ্রবীভূত কার্বন থেকে তারা পুষ্টি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনে যেভাবে বরফ গলছে তাতে এই পুরু বরফের স্তর গললে কী হবে? তা জানতেই এই অভিযান। ৬৭৫টি জমে যাওয়া জলাশয় আছে আন্টার্কটিকার বরফের নিচে। দীর্ঘদিন এই পরিবেশে থাকতে থাকতে তারা ওখানকার মতোই হয়ে গেছে। বাইরে এলে তারা উষ্ণতার পরিবর্তনে সংকটে পড়বে। বিজ্ঞানীদের মত উষ্ণায়নে আন্টার্কটিকার ভবিষ্যৎ সংকটজনক। ২০১৮এ ৩০ বিজ্ঞানীর অভিযাত্রী দল ওই অঞ্চলে খনন চালায় লেক মার্সারে। এবার ২৪ ঘণ্টা ধরে গরম জলের ড্রিল করলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মত ওই ব্যাকটেরিয়াদের খাদ্য কার্বন তারা নিজেরাই তৈরি করে নেবে।