Pakistan Car Market: চরম সংকটে পাকিস্তানের গাড়ির বিক্রি

পাকিস্তানের আর্থিক সংকটের প্রভাব পড়ল এবার অটোমোবাইল ক্ষেত্রে। হুহু করে কমছে পাকিস্তানের গাড়ি বিক্রি। ২০২২ এপ্রিলের তুলনায় ২০২৩ এপ্রিলে গাড়ি বিক্রি কমেছে ৮৪%। ২০২২ এপ্রিলে পাকিস্তানে বিক্রি হয় ১৮,৬২৬ ইউনিট গাড়ি।

Pakistan Car Market: চরম সংকটে পাকিস্তানের গাড়ির বিক্রি
| Edited By: | Updated on: May 26, 2023 | 3:03 PM

পাকিস্তানের আর্থিক সংকটের প্রভাব পড়ল এবার অটোমোবাইল ক্ষেত্রে। হুহু করে কমছে পাকিস্তানের গাড়ি বিক্রি। ২০২২ এপ্রিলের তুলনায় ২০২৩ এপ্রিলে গাড়ি বিক্রি কমেছে ৮৪%। ২০২২ এপ্রিলে পাকিস্তানে বিক্রি হয় ১৮,৬২৬ ইউনিট গাড়ি। আর ২০২৩ এপ্রিলে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ২৮৪৪ এ। একদিকে চরম অর্থনৈতিক সংকট অন্য দিকে বন্যা আর মুদ্রাস্ফীতি। পাকিস্তানকে করেছে কোনঠাসা। ২০২৩ এপ্রিলে মুদ্রাস্ফীতির হার ৩৬.৪২% । খাবার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এপ্রিলে খাদ্যদ্রব্যের দাম ৫০% বেড়েছে পরিবহণের খরচ বেড়েছে ৫৭%। ফলে ক্রয় ক্ষমতা কমেছে মধ্যবিত্তের। পেট্রো পণ্যের দাম লাগামছাড়া, তার ফলে এরও বেড়েছে জিনিসপত্রের দাম। মানুষের ক্রয়ক্ষমতা কমায় প্রভাব পড়েছে বাজারে। কমেছে অল্টো, ওয়াগেনর, কালটাসের মত গাড়ির বিক্রি কমেছে। ১০০০ সিসির গাড়ি বিক্রি হয়েছে মাত্র ২৭৬টি। ২০২২ এ ১৩০০ সিসির গাড়ি বিক্রি হয় ৯১৮৯টি। ২০২৩ এ সেই সংখ্যা নেমে এসেছে ১৫৮৫ টিতে। চোখে পড়ার মত কমেছে বাস আর ট্রাকের বিক্রিও।

Follow Us: