Birbhum News: নানুরে মোছা হল অনুব্রতর নাম!
নানুর থানার অন্তর্গত হোসেনপুর গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ের ঢোকার মুখে দেওয়ালে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে অনুব্রত মণ্ডলের ছবি আঁকা ছিল দীর্ঘদিন ধরে। এবং ঠিক পাশের দেওয়ালে অনুব্রত মণ্ডল জিন্দাবাদ এমনটাই লেখা ছিল।
নানুর থানার অন্তর্গত হোসেনপুর গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ের ঢোকার মুখে দেওয়ালে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে অনুব্রত মণ্ডলের ছবি আঁকা ছিল দীর্ঘদিন ধরে। এবং ঠিক পাশের দেওয়ালে অনুব্রত মণ্ডল জিন্দাবাদ এমনটাই লেখা ছিল। আর সেই লেখায় এবার মুছে ফেলা হলো ও ছবিও মুছে ফেলা হয়েছে।
যদি ওকে করেছে বা কারা করেছে কেউ কিছু বলতে পারছে না। নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য জানিয়েছেন তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন আর সামনেই দুর্গাপুজো, তাই হয়তো কেউ মুছে ফেলেছে। নতুন করে করা হবে। কিন্তু ঠিক এমন ভাবেই মোছা হয়েছে যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু বর্তমান অন্যদিকে শুধুমাত্র অনুব্রত মণ্ডলের ছবি এবং নাম মুছে ফেলা হয়েছে।
Latest Videos