Anubrata Mondal News: ছায়াসঙ্গী সায়গলকেই চিনতে পারছেন না অনুব্রত!

Anubrata Mondal News: ছায়াসঙ্গী সায়গলকেই চিনতে পারছেন না অনুব্রত!

আসাদ মল্লিক

|

Updated on: Aug 16, 2022 | 5:20 PM

Anubrata Mondal: প্রশ্ন, অনুব্রত মণ্ডল দিনে কতবার চোখের পলক ফেলেছেন সেই হিসেবও রাখতেন সায়গল, সেই তাঁকেই চিনতে পারছেন না অনুব্রত?

বোলপুর: ‘সায়গল হোসেন শুধুই দেহরক্ষী, দুর্নীতি করলে তাঁর দায় আমার নয়’, সিবিআই জেরায় কার্যত নিজের ‘ছায়াসঙ্গীর’ দায় ঝাড়ছেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, সায়গলকে শুধু সরকারের একজন কনস্টেবল পদমর্যাদার কর্মী, নিরাপত্তা রক্ষী হিসেবেই দেখাতে চাইছেন অনুব্রত। এমনকি লতিফ নামের মিডলম্যানের কথাও অস্বীকার করেছেন তিনি। সূত্রের খবর, সিবিআই অফিসারদের নাকি অনুব্রত মণ্ডল বোঝাতে চাইছেন, ‘ভুল তদন্ত হচ্ছে’।

সিবিআইয়ের চার্জশিটে সায়গল – অনুব্রত যোগের কথা উল্লেখিত। প্রশ্ন, অনুব্রত মণ্ডল দিনে কতবার চোখের পলক ফেলেছেন সেই হিসেবও রাখতেন সায়গল, সেই তাঁকেই চিনতে পারছেন না অনুব্রত? ওয়াকিবহালমহলের একাংশের মতে, বেহালায় দাঁড়িয়ে প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় উজ্জীবিত হয়েছেন কেষ্ট।

তবে গোয়েন্দারাও ছেড়ে দেওয়ার পাত্র নন, কী কী হাতিয়ার কাছে তাঁদের কাছে?

এক. ৪৫টি জমির ডিট, যেখানে সায়গলের সঙ্গে যৌথ সম্পত্তি রয়েছে অনুব্রতর
দুই. সায়গল হোসেনের বয়ান
তিন. গরু পাচার চক্রের নেপথ্য নায়ক এনামুল হকের বয়ান

এছাড়াও, অনুব্রত মণ্ডলের মেয়ে রুবাই ওরফে সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নজর গোয়েন্দাদের। কটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাঁর এবং সেই অ্যাকাউন্টে যে টাকার লেনদেন হয়েছে, তার উৎস কী, তদন্তে সিবিআই। তদন্তে নেমে আয়কর নথিও স্ক্যানারে রেখেছেন গোয়েন্দারা।

Published on: Aug 15, 2022 05:33 PM