Anubrata Mondal News: সব দুর্নীতি ফাঁস করে দিচ্ছে, টিভি ‘নাইনকে ভালবাসেন না’ অনুব্রত

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Updated on: Sep 01, 2022 | 4:12 PM

শরীর কেমন আছে? সামনেই পঞ্চায়েত ভোট, দলীয় কর্মীদের কী বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কিছু বলবেন কিনা, নানা বিধ প্রশ্নের দু, একটির জবাব দিলেও টিভি নাইন বাংলার প্রশ্নে তাঁর জবাব, "নাইনকে ভালবাসি না।"

আসানসোল: নাইনকে (TV9) কিছু বলব না…। আপনি কে হরিদাস পাল…। আর এবার সরাসরি নিজের রাগের বহিঃপ্রকাশ। টিভি নাইন বাংলার সাংবাদিকের প্রশ্নে অনুব্রত মণ্ডলের উত্তর ‘নাইনকে ভালবাসি না’। অতীতে কখনও নিজাম প্যালেসে ঢোকার মুহূর্তে কখনও আবার স্বাস্থ্য পরীক্ষা করাতে যাওয়ার সময় — টিভি নাইন বাংলার প্রশ্নের উত্তরে শুধু চটেছেন তাই-ই নয়, এমনকি বুম ‘ভেঙে’ দেওয়ারও চেষ্টা করেছেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবারও সেই রোষের মুখেই আরও একবার টিভি নাইন।

আজ বাম আমলে হওয়া একটি মামলার হাজিরা দিতে আসানসোল থেকে বিধাননগর নিয়ে আসা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। ২০১০ সালে মঙ্গলকোটে ঘটা একটি রাজনৈতিক হিংসার মামলায় নাম জড়িয়েছে তাঁর। প্রথমে বারাসাত এমপি-এমএলএ আদালতে এই মামলার শুনানি হলেও পরে তা বিধাননগরে স্থানান্তরিত হয়। আদালতের তলবে আজ প্রথমবার সেই মামলায় হাজিরা দিতে যাচ্ছেন অনুব্রত। আসানসোল থেকে সেই উদ্দেশেই তাঁকে নিয়ে আসা হচ্ছে বিধাননগরে। সংশোধনাগারের বাইরে বের হলে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হলেই চটে যান গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। শরীর কেমন আছে? সামনেই পঞ্চায়েত ভোট, দলীয় কর্মীদের কী বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কিছু বলবেন কিনা, নানা বিধ প্রশ্নের দু, একটির জবাব দিলেও টিভি নাইন বাংলার প্রশ্নে তাঁর জবাব, “নাইনকে ভালবাসি না।”

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla