Madan Mitra Viral: মদন না অনুব্রত!
বুধবার ময়নাগুড়ি দোমহনীর সভামঞ্চ থেকে এই নিদান দেন তিনি। তিনি তার বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় মহিলা তৃনমূল কর্মীদের উদ্দেশ্য করে বলেন এই গরমে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা যদি ক্লান্ত হয়ে আপনাদের কাছে এসে জল চায় তবে আপনারা গুড় বাতাশা, মিষ্টি, জল দেবেন
কেন্দ্রীয় বাহিনীর জোয়ান দের গুড় বাতাশা আর জল খাওয়ানো নিদান দিলেন কামার হাটির বিধায়ক মদন মিত্র। বুধবার ময়নাগুড়ি দোমহনীর সভামঞ্চ থেকে এই নিদান দেন তিনি। তিনি তার বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় মহিলা তৃনমূল কর্মীদের উদ্দেশ্য করে বলেন এই গরমে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা যদি ক্লান্ত হয়ে আপনাদের কাছে এসে জল চায় তবে আপনারা গুড় বাতাশা, মিষ্টি, জল দেবেন। সাথে রুটিও দেবেন।কিন্তু তাদেরকে বলে দেবেন ভোট আমরা তৃনমূলকেই দেব। এদিন মদন মিত্র কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরব হলেও রাজ্যপালকে নিয়ে এখোনও কোনও মন্তব্য করতে শোনা যায়নি।এদিন নির্দল প্রার্থী দের উদ্দ্যেশ্যে কড়া বার্তা দিতে শোনা যায় মদন মিত্রর গলায়।
Latest Videos