Anurager Chowa: ‘অনুরাগের ছোঁয়া’য় দিব্যজ্যোতির শ্যালিকার চরিত্রে কে?
প্রেম করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্য়োতি দত্ত। তিনি নাকি সম্পর্কে জড়িয়েছেন তাঁরই সহ-অভিনেত্রী সৌমিলি চক্রবর্তীর সঙ্গে। বাতাসে কান পাতলেই সেই খবর পাওয়া যাচ্ছে। তাঁর সিরিয়াল 'অনুরাগের ছোঁয়া'-য় নায়ক দিব্যজ্যোতির শ্যালিকার চরিত্রে অভিনয় করছেন সৌমিলি।
পূজাকে হুমকি
দুবাইয়ের পানশালায় মৃত্যুর হুমকি পেলেন ভারতীয় অভিনেত্রী পূজা হেগড়ে। সম্প্রতি দুবাইয়ের এক পালনাশার উদ্বোধন গিয়েছিলেন পূজা। সেখানেই এক ব্যক্তি তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। তৎক্ষণাৎ বাড়ি ফিরে এসেছেন তিনি।
তৃপ্তির নয়া রোম্যান্স
‘অ্যানিম্যাল’ ছবি মুক্তি পাওয়ার পর থেকেই চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। চর্চায় উঠে এসেছে রণবীর কাপুরের সঙ্গে তাঁর রোম্যান্স। তবে এবার ভাইরাল ভিকি কৌশলের সঙ্গে তাঁর ঘনিষ্ট দৃশ্য। ২০২২ সালে এই ছবির শুটিং হয়ে গিয়েছে। সেই ছবির সেট থেকেই ছড়িয়ে পড়ে এই ক্লিপগুলি। করণ জোহরের এই ছবির মুক্তি ২০২৪ সালে।
কার মতো অগস্ত্য?
অমিতাভের নাতি অগস্ত্য নন্দার ডেবিউ হয়েছে বলিউডে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করতে শুরু করেছে ‘দ্য আর্চিজ়’ ছবিটি। তাতে অভিনয় করেছেন অগস্ত্য। ছবিতে তাঁর অভিনয় দেখে জাভেদ আখতারের তাঁকে ‘ববি’ ছবির ঋষি কাপুরের মতো নিষ্পাপ মনে হয়েছে। ঘটনাচক্রে, জাভেদের কন্যা জ়োয়ার পরিচালনায় তৈরি হয়েছে ‘দ্য আর্চিজ়’।
বিয়ে করছেন কঙ্গনা?
বলিউড থেকে টলিউড, শীতের মরসুম আসলেই একের পর এক বিয়ের খবর প্রকাশ্যে আসতে দেখা যায়। তবে এখনও সিঙ্গল কঙ্গনা রানাওয়া। কবে বিয়ে করছেন তিনি? এবার দিলেন সুখবর। বললেন, “আমি একজন পারিবারিক মানুষ, পরিবার আমিও চাই। বিয়ে করব নিশ্চয়ই। তবে তা যদি অ্যারেঞ্জড-সহ লাভ হয়, খুশি হব।”
রণদীপ অস্বস্তিতে
রণদীপ হুদা ও লিন লাইশরামের কাণ্ড দেখে অবাক নেটপাড়া। নববধূকে নিয়ে জমিয়ে পার্টি। সেখানেই স্ত্রীর নাচ দেখে লজ্জা পেলেন রণদীপ। ভিডিয়ো ভাইরাল হতেই নেটপাড়ার মত, মদ্যপ স্ত্রীকে সামলাতে পারছেন না অভিনেতা। পার্টির মাঝেই অস্বস্তিতে রণদীপ।
আক্ষেপ রনিতের
অভিনেতা রনিত রায়-এর কণ্ঠে এবার আক্ষেপের সুর। নষ্ট হয়েছে কেরিয়ারের ৯টি বছর। মদ্যপানে ডুবে গিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, “অনেক ভুলের মধ্যে একটাই ঠিক ছিল। আমি সময়ে সেটে যেতাম। কিন্তু সমস্যা ছিল বহু, যার ফলে একটা সময় সরে যেতে হয়েছিল সিনেজগত থেকে।”
দিব্যজ্যোতির প্রেমিকা
প্রেম করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্য়োতি দত্ত। তিনি নাকি সম্পর্কে জড়িয়েছেন তাঁরই সহ-অভিনেত্রী সৌমিলি চক্রবর্তীর সঙ্গে। বাতাসে কান পাতলেই সেই খবর পাওয়া যাচ্ছে। তাঁর সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’-য় নায়ক দিব্যজ্যোতির শ্যালিকার চরিত্রে অভিনয় করছেন সৌমিলি।
সৌমিতৃষার প্রেমিক সংজ্ঞা
খুবই ‘ওল্ড স্কুল’ সম্পর্কে বিশ্বাস করেন ছোটপর্দার অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। হুট করে কারও সঙ্গে ডেটে চলে যান না তিনি। সৌমিতৃষা বলেছেন, “আগে আমি বোঝার চেষ্টা করি। যাঁকে দেখে ভাল লাগছে, তাঁর সঙ্গে বিয়ে করে সংসার করতে পারব কি না। তার পর এগোই। ডেটিং-ফেটিং আমার পোষায় না।”
বয়স্ক প্রাণীদের জন্য বাড়ি তৈরি করবেন শ্রীলেখা
ওরা কথা বলতে পারে না। কিন্তু ভালবাসতে পারে নিঃস্বার্থ। এই নিঃস্বার্থ ভালবাসার কাছে ধরা পড়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঘরছাড়া অসহায় বৃদ্ধ বিড়াল-কুকুরদের জন্য জমি কিনে বাড়ি তৈরি করতে চান তিনি।

