Apple iPhone 15: সারা দুনিয়ায় তৈরি হয়েছে আইফোন ১৫
বলা যায় সারা দুনিয়া বন্দি আপনার হাতের তালুতে। আপনার হাতের মুঠোফোনে বন্দি সারা বিশ্ব। সম্প্রতি লঞ্চ হয়েছে আইফোন ১৫। এই ফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হয়েছে পৃথিবীর বিভিন্ন কোনায়। আইফোন ১৫এর ডিসপ্লে, ব্যাটারি, চিপ, মোডেম কোথায় তৈরি হয়েছে জানেন? জানলে অবাক হয়ে যাবেন।
বলা যায় সারা দুনিয়া বন্দি আপনার হাতের তালুতে। আপনার হাতের মুঠোফোনে বন্দি সারা বিশ্ব। সম্প্রতি লঞ্চ হয়েছে আইফোন ১৫। এই ফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হয়েছে পৃথিবীর বিভিন্ন কোনায়। আইফোন ১৫এর ডিসপ্লে, ব্যাটারি, চিপ, মোডেম কোথায় তৈরি হয়েছে জানেন? জানলে অবাক হয়ে যাবেন। সারা দুনিয়ার বিভিন্ন দেশে তৈরি হয় আইফোনের যন্ত্রাংশ।
আমেরিকার আপেলের তৈরি করা চিপ বানিয়েছে তাইওয়ানের একটি সংস্থা। আইফোন ১৫ এর ডিসপ্লে তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়ায়। আইফোন ১৫র ক্যামেরা তৈরি করেছে জাপানের সোনি ও চিনের এলজি। ব্যাটারি বানিয়েছে চিন ও হংকং। আইফোনের মেমরি চিপ স্যামসাং এর। এটি তৈরি করেছে বেশ কয়েকটি দেশ মিলে। জাপানের তোশিবা, দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্স ও আমেরিকার মাইক্রোন টেকনোলজি। মোডেম তৈরি হয়েছে আমেরিকায়। ওয়্যারলেস কয়েল তৈরি চিনে।