Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Apple iPhone Exports: মাত্র ৪ বছরেই 'ভোল বদল'! 'মেক ইন ইন্ডিয়া'য় এখন বিদেশে যাচ্ছে ভারতে তৈরি আইফোন!

Apple iPhone Exports: মাত্র ৪ বছরেই ‘ভোল বদল’! ‘মেক ইন ইন্ডিয়া’য় এখন বিদেশে যাচ্ছে ভারতে তৈরি আইফোন!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Feb 21, 2025 | 12:12 AM

Apple iPhone: বর্তমানে ভারতে আইফোন অ্যাসেম্বল করা হয়। আর সেই ফোন শুধু ভারতের বাজারের চাহিদা মেটায় এমনটা নয়, তা বাইরের অন্যান্য দেশে রফতানিও করা হয়।

ভারতে ‘মেক ইন ইন্ডিয়া’র অধীনে আইফোন উৎপাদনের জন্য যে কারখানা তৈরি হয়েছিল তা থেকে আশাতীত সাফল্য মিলেছে। মাত্র ৪ বছরে মোবাইল আমদানিকারক দেশ থেকে ভারত মোবাইল রফতানির হাবে পরিণত হয়েছে।

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ৯ মাসে অ্যাপেলেই এই কারখানা প্রায় ১ লক্ষ ৬২ হাজার কোটি টাকা আয় করেছে। আর এই একই সময়ে টাটা স্টিলের আয় সেই সংস্থার থেকে মাত্র কিছুটা বেশ, ১ লক্ষ ৬২ হাজার ৩২৪ কোটি টাকা।

আগে বাইরে থেকে ফোন আমদানি করা হত ভারতে। পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্টের মধ্যে ভারতেই মোবাইল ফোন তৈরি শুরু হয়। তারপর বহুজাতিক ফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপেল ভারতে তাদের মোবাইল অ্যাসেম্বেল করার কারখানা তৈরি করে। বর্তমানে ভারতে আইফোন অ্যাসেম্বল করা হয়। আর সেই ফোন শুধু ভারতের বাজারের চাহিদা মেটায় এমনটা নয়, তা বাইরের অন্যান্য দেশে রফতানিও করা হয়।