Arijit Singh News: সুন্দরী নায়িকার কাছে ভরা মঞ্চ থেকে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং, কেন?

Arijit Singh News: সুন্দরী নায়িকার কাছে ভরা মঞ্চ থেকে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং, কেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 28, 2024 | 10:46 PM

ভরা মঞ্চ থেকে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং। দুবাইয়ে কনসার্টে দর্শক আসনে বসে পাক অভিনেত্রী মাহিরা খান। তাঁকে চিনতে না পেরে কী বললেন অরিজিৎ? তাঁর কথায়, ‘আপনারা হয়ত শুনলে চমকে যাবেন। অনেকক্ষণ ধরে ওঁকে চেনার চেষ্টা করছিলাম, প্রথমে ঠিক বুঝতে পারিনি। তারপর মনে পড়ল, আরে ওঁর জন্যই তো আমি জালিমা গানটা গেয়েছিলাম। অথচ আমি চিনতে পারিনি, অত্যন্ত দুঃখিত। ম্যাম অসংখ্য ধন্যবাদ।’

হাতে চোট কোয়েলের
হাতে চোট নিয়ে ছবির প্রিমিয়ারে কোয়েল মল্লিক। প্লাস্টার হাতে হাসি মুখে বললেন, পার্ট অব লাইফ। শরীর থাকলে ঈশ্বর কিছু না কিছু করতেই থাকবেন। ব্যথা ঢাকতে আজ একটু বেশি মেকআপ করে এসেছি। কয়েকদিন আগেই হাতে চোট পেয়েছিলেন তিনি, হয়েছিল অস্ত্রোপচারও।

কেন ক্ষমা চাইলেন অরিজিৎ?
ভরা মঞ্চ থেকে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং। দুবাইয়ে কনসার্টে দর্শক আসনে বসে পাক অভিনেত্রী মাহিরা খান। তাঁকে চিনতে না পেরে কী বললেন অরিজিৎ? তাঁর কথায়, ‘আপনারা হয়ত শুনলে চমকে যাবেন। অনেকক্ষণ ধরে ওঁকে চেনার চেষ্টা করছিলাম, প্রথমে ঠিক বুঝতে পারিনি। তারপর মনে পড়ল, আরে ওঁর জন্যই তো আমি জালিমা গানটা গেয়েছিলাম। অথচ আমি চিনতে পারিনি, অত্যন্ত দুঃখিত। ম্যাম অসংখ্য ধন্যবাদ।’

অভিনেত্রীর দেহ উদ্ধার
আবারও ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনাফ্ল্যাট থেকে উদ্ধার হল অমৃতা পান্ডে নামক এক অভিনেত্রীর ঝুলন্ত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। মুম্বইয়ে স্বামীর সঙ্গে থাকতেন অমৃতা। বিহারের ভাগলপুরে এক বিয়েবাড়িতে এসেছিলেন তিনি। মৃত্যুর দিন হোয়াটসঅ্যাপে এক রহস্যজনকে স্টেটাস দিতেও দেখা যায় তাঁকে। অমৃতা লেখেন, “দুই নৌকায় পা দিয়ে ও চলছিল। আমি নৌকো ডুবিয়ে ওর যাত্রা সহজ করে দিলাম।”

নুসরতকে নিয়ে চরম হাসাহাসি
সম্প্রতি যশ ও ঈশানকে নিয়ে বিদেশে গিয়েছিলেন নুসরত জাহান। সেখান থেকে মাঝেমধ্যেই ছবি শেয়ার করতে দেখা যাচ্ছিল তাঁকে। কখনও নীল বিকিনিতে আবার কখনও সমুদ্রের ধারে কাটানো ‘কোয়ালিটি টাইম’ শেয়ার করে নিচ্ছিলেন সামাজিক মাধ্যমে। এরকমই এক ছবি শেয়ার করেই ট্রোলড হতে হল তাঁকে। তাঁর ঠোঁটকে তুলনা করা হল ওরাংওটাংয়ের সঙ্গে।

তাপসীর প্রশংসা
বিয়ের পোশাক নিয়ে লুকোচুরি? এ কী বললেন তাপসী পান্নু? না, কোনও ডিজাইনারের থেকে নয়, বন্ধুর বানানো পোশাকেই সেজেছিলেন তিনি। কারণ হিসেবে জানান, ‘বড় কারও থেকে জিনিস কিনলে খবর ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আমি বিয়েটাকে ভীষণ গোপন রাখতে চেয়েছিলাম। তাই আমার এক কলেজের বন্ধু মণি ভাটিয়া আমার সব পোশাক ডিজাইন করে দিয়েছে ঠিক যেমনটা আমি চেয়েছিলাম সেভাবেই।

কী বললেন কৌশাম্বী?

৯ মে বিয়ে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর। আদৃত রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বললেন, ‘হ্য়াঁ, এক্সাইটেড তো বটেই। পুরো পরিবার এখন এই বিষয়টা নিয়ে ব্যস্ত। এতজন মানুষ এখন এই বিষয়টা নিয়ে জড়িত। এটা একটা নতুন অভিজ্ঞতা। বিয়ের আগে এই যে সময়টা এখন বেশ ভাল অনুভব করতে পারছি। ’

গভীর রাতে প্রাক্তন স্বামীর বাড়িতে
রাত তখন বেশ গভীর। আপনি ঘুমিয়ে পড়লেও মুম্বই নগরী তখনও জেগে। ওই মায়ানগরী যে ঘুমোয় না। দিনটি ছিল শনিবার, তারিখ ২৭ এপ্রিল। এমনই এক রাতে আচমকাই বলিউডের হট ডিভা মালাইকা অরোরাকে দেখা গেল প্রাক্তন স্বামী আরবাজ খানের বাড়িতে। পরেছিলেন সাদা রঙের পোশাক। অত রাতেও চোখে ছিল রোদচশমা। তবে ক্যামেরা দেখেই দে-দৌড় মালাইকা।

মাইনে কত?

দুই ছেলে তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খানকে দেখাশোনার জন্য ন্যানি রেখেছেন করিনা-সইফ। সেই ন্যানির মাইনে কত জানেন? সূত্র বলছে, মাসে এক লক্ষ ৭৫ হাজার থেকে প্রায় আড়াই লক্ষ টাকা ন্যানিকে দিয়ে থাকেন করিনা। মাঝেমধ্যেই বাইরে যেতে ও তাঁকে সইফকে। সে সময় ন্যানির কাছেই থাকেন দুই ছেলে।

ফিরছে মোহনা
ডান্স বাংলা ডান্স থেকে ক্যামেরার সঙ্গে পরিচয় মোহমা মাইতির। তারপর জিবাংলার সিরিয়াল গৌরী এলতে সকলের মন জয় করেছিলেন। মাঝে কিছুটা পরীক্ষার জন্য বিরতি নিয়েছিলেন, এবার কামব্যাক পালা। আবার জি বাংলাতেই ফিরছেন তিনি। যদিও তার থেকে বেশি খবর এখনই সামনে আনতে রাজি নন পর্দার গৌরী।