AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arijit Singh: এ কী ঘটল অরিজিৎ সিংয়ের স্ত্রীর সঙ্গে!

Arijit Singh: এ কী ঘটল অরিজিৎ সিংয়ের স্ত্রীর সঙ্গে!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 14, 2024 | 11:45 PM

Share

ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। যে ভিডিয়োতে দেখা গিয়েছে ভোটকেন্দ্রে যাওয়ার সময় চূড়ান্ত বিশৃঙ্খলার সম্মুখীন হতে হয় অরিজিৎ সিং ও তাঁর স্ত্রী কোয়েল সিংকে। ধাক্কাও মারা হয় তাঁকে। গোটা ঘটনায় রেগে যান অরিজিৎ। স্ত্রীর গায়ে হাত মেনে নিতে পারেননি তিনি।

করিনার অস্তিত্ব মুছলেন সইফ!
সে অনেক বছর আগের কথা। তখন খান পরিবারের অংশ হননি করিনা কাপুর। তবে সইফ আলি খানের সঙ্গে প্রেম চলছে চুটিয়ে। হাতে করিনার নামে ট্যাটু করে তাক লাগিয়ে দিয়েছিলেন নবাব-পুত্র। সেই ট্যাটুই এবার উধাও! কিন্তু কেন? তবে কি করিনার সঙ্গে সম্পর্ক তলানিতে ছোটে নবাবের? বলিপাড়ায় জোর জল্পনা।

মণীষার দুঃখ
খারাপ সময়ে কাউকেই পাশে পাননি অভিনেত্রী মণীশা কৈরালা। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে পরিচালক সঞ্জয় লীলা ভনসালী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ় ‘হীরামাণ্ডি’। সাক্ষাৎকার পর্বগুলিতে মণীষা বলেছেন, “আমার কৈরালা পরিবার বিরাট বড়। কিন্তু যখন আমার ক্যানসার ধরা পড়ল, তাঁরা প্রত্যেকে পাশ থেকে সরে গেলেন। এই যুদ্ধটা আমি একাই লড়েছি। একাই জয় করেছি।” অভিনেত্রী পাশে পেয়েছিলেন কেবল বাবা-মা, ভাই এবং ভাইয়ের স্ত্রীকেই।

সোনির আক্ষেপ
চোখের সামনে বেড়ে উঠছে নাতনি রাহা কাপুর। যা দেখে প্রতিটা মুহূর্তে আবেগঘন দিদা সোনি রাজদান। এবার মেয়ে আলিয়া ভাটের সঙ্গে টানলেন তুলনা। বললেন, রাহার জন্য এত আয়োজন, কত বড় নার্সারি, কিন্তু আলিয়ার এতকিছু ছিল না। খোলা মাঠে খেলা করে বেড়ে ওঠা। তখন জীবন যদিও অনেক বেশি সহজ ছিল।

এ কী বললেন অরিজিৎ?
অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় বরাবরই চর্চিত। কারণ একটাই, তাঁর গান। রিলসে রিলসে ভাইরাল তিনি। তৈরি হয় মিমও। তবে সেগুলো কি অরিজিৎ দেখেন? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি। বললেন, দেখি, ভীষণ মজা পাই। হাসতে থাকি।

সৃজিতের চমক
কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জন্মবার্ষিকীতে সামনে এল পদাতিক ছবির টিজ়ার। পলকে সকলের মন জয় করলেন নামভূমিকায় অভিনীত চঞ্চল চৌধুরী। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এই বিশেষ দিনেই দর্শকদের উপহার দিলেন, ছবির টিজ়ার সোশ্যাল মিডিয়ায় এদিন দিনভর চর্চায়।

অরিজিতের স্ত্রীকে জোর ধাক্কা!
ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। যে ভিডিয়োতে দেখা গিয়েছে ভোটকেন্দ্রে যাওয়ার সময় চূড়ান্ত বিশৃঙ্খলার সম্মুখীন হতে হয় অরিজিৎ সিং ও তাঁর স্ত্রী কোয়েল সিংকে। ধাক্কাও মারা হয় তাঁকে। গোটা ঘটনায় রেগে যান অরিজিৎ। স্ত্রীর গায়ে হাত– মেনে নিতে পারেননি তিনি।

কৌশাম্বীর সংসারের সত্যি সামনে
বিয়ে হয়েছে মোটে ৪ দিন। ইতিমধ্যেই শাশুড়ি কৌশাম্বী চক্রবর্তীকে দিয়েছেন ভালবাসার এক নাম। তাঁর ছবিতে আদৃত রায়ের মা মৌসুমী দেবীর মন্তব্য, ‘টুন্টুউউউউউউ’। চুপ করে থাকেননি কৌশাম্বীও। পাল্টা দিয়েছেন ভালবাসার ইমোজি। ‘পিকচার অভি বাকি হ্যায়’। সেই কমেন্টে আবার পাল্টা রিপ্লাই এসেছে শাশুড়ি মায়ের। লিখেছেন, “আমাদের ওয়ান্ডার শেফ”।

বিরক্ত অঞ্জন
তাঁর লাইভ পারফরম্যান্স চলাকালীন অভিনেতা-পরিচালক-গায়ক অঞ্জন দত্ত রেগে যান দর্শকের উপর। দর্শকাসনে অনেকেই ভিডিয়ো রেকর্ডিং করছিলেন। তা দেখে অঞ্জন বলেন, “বিদেশেও আমি শো করতে যাই। দেশের অন্যান্য জায়গাতেও যাই। কোথাও দেখি না লাইভ পারফরমেন্স চলাকালীন সেটি মানুষ রেকর্ড করছেন মোবাইলে। একমাত্র কলকাতায় এসেই সেটা দেখতে পাই। বিদেশ হলে এখনই গিয়ে মোবাইল এবং টিকিট দুটোই কেড়ে নেওয়া হত।”

গীতা এলএলবি’ কে নিয়ে হতাশ তাঁর মা
‘গীতা এলএল’ সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করেন হিয়া মুখোপাধ্যায়। তাঁর সম্পর্কে রহস্য ফাঁস করলেন তাঁর মা। জানিয়েছেন, ছোট থেকেই খাওয়াদাওয়া নিয়ে ভয়ানক সমস্যা অভিনেত্রীর। দাঁতে কিছুই কাটতে চান না তিনি। রাতে খান চটকানো দুধ-কলা-রুটি। রাগের চটে একবার অভিনেত্রীর মা ভাতের থালাটাই ফেলে দিয়েছিলেন জানালা দিয়ে। কী কাণ্ড বলুন!