Arijit Singh Song: অরিজিতের গান এবার এল ক্লাসিকোতে

বিশ্ব ফুটবলের টান টান ম্যাচ এল ক্লাসিকো। আর সেখানে কিনা এক বাঙালি গায়কের গান!গায়ক কে শুনলে হয়তো এতটা অবাক হবেন না। আন্তর্জাতিক মঞ্চে নজির গড়লেন বলিউডের অন্যতম সেরা প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং।

Arijit Singh Song: অরিজিতের গান এবার এল ক্লাসিকোতে
| Edited By: | Updated on: Mar 27, 2023 | 5:25 PM

বিশ্ব ফুটবলের টান টান ম্যাচ এল ক্লাসিকো। আর সেখানে কিনা এক বাঙালি গায়কের গান!। গায়ক কে শুনলে হয়তো এতটা অবাক হবেন না। আন্তর্জাতিক মঞ্চে নজির গড়লেন বলিউডের অন্যতম সেরা প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং। দেশজুড়ে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। দেশে-বিদেশে অরিজিতের একাধিক কনসার্টে দর্শকদের ভিড় উপচে পড়ে। এ বার অরিজিতের গান জায়গা করে নিল এল ক্লাসিকোতে। কাতার বিশ্বকাপের ফাইনালে থিম সং ‘লাইট দ্য স্কাই’এর তালে পারফর্ম করেছিলেন অভিনেত্রী,নৃত্যশিল্পী নোরা ফাতেহি। এ বার সেই তালিকায় জুড়ল অরিজিতের নাম। লিওনেল মেসির পুরনো ক্লাব বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ভেসে উঠল অরিজিতের গান। সম্প্রতি বার্সোলানার ঘরের মাঠে হয়েছে এল ক্লাসিকো। বার্সা-রিয়াল মাদ্রিদের লড়াইয়ে ২-১ ব্যবধানে জিতেছে কাতালান ক্লাব। একইসঙ্গে লা লিগা খেতাব প্রায় মুঠোয় ভরে ফেলেছেন রবার্ট লেওয়ানডস্কিরা। সেই ম্যাচ চলাকালীন হঠাৎই ডিজিটাল বোর্ডে ভেসে ওঠে অরিজিতের গাওয়া গান ‘বইরিয়া’। এই প্রথমবার কোনও ফুটবল মাঠের ডিজিটাল বোর্ডে জায়গা পেল কোনও বলিউড গান। অরিজিৎ বলেন,‘এই গানের মাধ্যমে মানুষকে আমরা আনন্দ দিতে পেরেছি’। জিয়াগঞ্জের ক্রিকেট প্রেমীদের জন্য পিচ তৈরি করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অরিজিৎ। কয়েকদিন পরই এই ক্রিকেট পিচে অনুশীলন করতে পারবে জিয়াগঞ্জের তরুণ প্রজন্ম।

Follow Us: