AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh Agitation News: আবার খবরে অর্জুন!

Arjun Singh Agitation News: আবার খবরে অর্জুন!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 31, 2023 | 3:32 PM

Share

বন্ধ শ্যামনগর অন্নপূর্ণা কটন মিল খোলার দাবীতে, ম্যানেজমেন্ট কে হুশিয়ারি সাংসদ অরজুন সিং এর! বাঁশ দিয়ে আটকে দেওয়া হলো কারখানার গেট। এতে ও না হলে মালিকের বাড়ি ঘেড়াও এর ডাক অরজুনের। বন্ধ কারখানার গেট বাস দিয়ে আটকে দিল মিলেরই কর্মীরা।

বন্ধ শ্যামনগর অন্নপূর্ণা কটন মিল খোলার দাবীতে, ম্যানেজমেন্ট কে হুশিয়ারি সাংসদ অরজুন সিং এর! বাঁশ দিয়ে আটকে দেওয়া হলো কারখানার গেট। এতে ও না হলে মালিকের বাড়ি ঘেড়াও এর ডাক অরজুনের। বন্ধ কারখানার গেট বাস দিয়ে আটকে দিল মিলেরই কর্মীরা। যাতে মিলের ম্যানেজমেন্ট বেরতে না পারে বা কারখানার কোন রকম যন্ত্রাংশ বাইরে বার পাচার করে দিতে না পারে। এমন কি শ্রমিকরা দরকার পরলে, তারা সারা দিন এবং সারা রাত পাহারা দেবে। মিলের শ্রমিকদের পাশে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং। তার দাবি শিল্পের জমিতে শিল্প হবে।অবিলম্বে মিল খুলতে হবে। আর এই নিয়ে সমস্ত ইউনিয়ন গুলিকে এক হয়ে লড়াই এর পরামর্শ দেন। মালিক যদি না শোনে তাহলে তার বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি ও দেন সাংসদ। চলতি মাসের ৮ তারিখ বন্ধ হয়ে যায় শ্যামনগর অন্নপূর্ণা কটন মিল। এর পর থেকেই সিদুরে মেঘ দেখছেন মিলে কর্মরত ৫৩০ জন শ্রমিক। পুজো মরসুম চলে এলেও তাদের কোন রকম বোনাস দেওয়া হয় নি। এমন কি তাদে মাসের মাহিনাও দেয় নি মিল কর্তৃপক্ষ। উল্টে মিলের জমি বিক্রি করে দেবারও চেষ্টা হচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের। এমন কি মেসিন পত্র বিক্রি করে দেবার চেষ্টা হচ্ছে। অর্জুন সিং এর দাবি একটি অসাধু চক্র এর সাথে জড়িত। এই জিনিস চলতে দেওয়া যায় না।