Arpita Partha News: লকআপে ‘কাঁদছেন’ অর্পিতা, ‘ভাত’ খেতে চাইলেন পার্থ
ইডির সিজিও কমপ্লেক্সে পার্থকে দেওয়া হয়েছে শুধু একটি ফ্যান ও বিছানা। বার কয়েক চা খেয়েছেন, আবদার করেছেন,"খাবারে যেন ভাত পাওয়া যায়"।
কলকাতা: গত রবিবার রাত থেকে সিজিও কমপ্লেক্সে ইডির স্থায়ী লকআপে আছেন অর্পিতা মুখোপাধ্যায়। আর সেই সিজিও কমপ্লেক্সেই মঙ্গলবার নিয়ে আসা হয়েছে তাঁর ‘প্রিয় বন্ধু’ পার্থ চট্টোপাধ্যায়কেও। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন আছেন সিজিও কমপ্লেক্সের সাত তলার অস্থায়ী লকআপে। অন্যদিকে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও আছেন সেই একই ছাদের তলার স্থায়ী লকআপে।
ইডির সেলে নেই বিলাসবহুল ব্যবস্থা, ভোগবিলাসের উপকরণ। নেই গদিওয়ালা বিছানা। ঘুম আসছে না অর্পিতার। অন্যসময় যেখানে দিনে পাঁচবার পোশাক পরিবর্তন করেন অর্পিতা মুখোপাধ্যায়, সেখানে ইডির হেফাজতে আসার পর একই পোশাকে রয়েছেন তিনি। শনি-রবি-সোম তিনদিনই লাল টি-শার্ট ও সাদা স্রাগেই দেখা যায় অর্পিতাকে। কোনো খাবারই মুখে তুলছেন না তিনি। মাঝে মাঝেই কাঁদছেন।
অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার খেয়াল রাখছেন ইডি আধিকারিকরা। নিয়মিত চলছে এইমসের ঔষুধ। ইডির সিজিও কমপ্লেক্সে পার্থকে দেওয়া হয়েছে শুধু একটি ফ্যান ও বিছানা। বার কয়েক চা খেয়েছেন, আবদার করেছেন,”খাবারে যেন ভাত পাওয়া যায়”। আদালতের নির্দেশ অনুযায়ী ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা হবে।