Jadavpur University Death News: মায়ের দাবি, ছেলে নির্দোষ!
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে মৃত ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর ঘটনায় এবার কুলতলি থেকে ধরা হয়েছে অসিত সর্দার নামের এক ছাত্রকে।অসিতের বাড়ি কুলতলি থানার জালাবেড়িয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাওরা খালি গ্রামে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে মৃত ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর ঘটনায় এবার কুলতলি থেকে ধরা হয়েছে অসিত সর্দার নামের এক ছাত্রকে। অসিতের বাড়ি কুলতলি থানার জালাবেড়িয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাওরা খালি গ্রামে। অসিত থাকতো হোস্টেলে এবং ঘটনা দিন সে সেখানেই ছিল বলে জানিয়েছে তার মা সুমিত্রা সর্দার। যেদিন ঘটনাটি ঘটে ঠিক তার পরের দিন অসিত চলে এসেছিল কুলতলির গ্রামের বাড়িতে। তার মায়ের দাবি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে গিয়েছিল তার একটি বই হারিয়ে গিয়েছিল সেই বইটি সেন্ট্রাল লাইব্রেরিতে ফেরত দেওয়ার জন্য। সেই কারণেই ছিল বলে তা জানিয়েছেন তার মা সুমিত্রা দেবী এবং বাড়িতে ফিরে এসে স্বাভাবিক অবস্থায় ছিল বলেই জানা গিয়েছে। সুমিতা দেবীর আরও দাবি যে তার ছেলে নির্দোষ।মঙ্গলবার রাতে পুলিশ তাকে বাড়ি থেকে নিয়ে যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়া অপর এক আত্মীয় ছাত্র ঝন্টু সর্দারও পড়ে। সে জানিয়েছে অসিতের তৃতীয় বর্ষ শেষ হয়েছিল। লাইব্রেরীতে তার একটা বই হারিয়ে গিয়েছিল এবং সেই বইটি ফেরত দেওয়ার জন্যই শেষ যে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থেকে গিয়েছিল। চেষ্টা করছিলো ওই ওই বইটি ফেরত দিয়ে ক্লিয়ারেন্স পাওয়ার। অসিত ঝন্টুকে জানিয়েছিল এই ঘটনার সঙ্গে সে কোনোভাবেই জড়িত নয়।ঘটনার দিন সে রুমেই ছিলো। তারপর রুম থেকে বেরিয়ে এসে ঘটনাটি জানতে পারে।