Arjun Singh: ‘টাকা জমিয়ে রাখলে…’

ফের বিস্ফোরক অর্জুন সিং। টাকা রোজগার করলে মানুষের জন্য খরচ করতে হবে। টাকা জমিয়ে রাখলে ইডি সিবিআই এসে নিয়ে যাবে। টিটাগড়ে এক অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য সাংসদের।

Arjun Singh: 'টাকা জমিয়ে রাখলে...'
| Edited By: | Updated on: Aug 16, 2023 | 3:29 PM

টাকা রোজগার করলে সেই টাকা মানুষের জন্য খরচ করতে হবে। খরচ না করে শুধু জমিয়ে রাখলে ইডি সিবিআই এসে নিয়ে যাবে। টিটাগরে এক অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চ থেকে দলীয় নেতাদের প্রতি এমনই বার্তা দিলেন শাসকদলের ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। পাশাপাশি ডেঙ্গু নিয়ে ব্যারাকপুর পৌরসভা ও টিটাগর পৌরসভার কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।সাংসদ অর্জুন সিং বলেন,বারাকপুর বিধানসভার মধ্যে দুটি পৌরসভা ব্যারাকপুর ও টিটাগর।ডেঙ্গু নিয়ে পৌরসভা যা কাজ করছে তার থেকে আরো ভালো কাজ করতে হবে। সাংসদ অর্জুন সিং এর এই ধরনের মন্তব্যকে কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,সাংসদ তাঁর দলের মধ্যে অস্থিরতা অনুভব করছেন। নির্বাচনে টিকিট পাবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে, তাই হতোয় এই ধরনের বেফাস কথাবার্তা বলে ফেলছেন…..

Follow Us: