AI Will Detect Heart Disease: এবার নির্ভুল ভাবে হার্ট অ্যাটাক শনাক্ত করবে এআই

AI Will Detect Heart Disease: এবার নির্ভুল ভাবে হার্ট অ্যাটাক শনাক্ত করবে এআই

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 24, 2023 | 3:22 PM

এডিনবার্গ ইউনিভার্সিটির সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে এই আবিষ্কার। সিওডিই-এসিএস সারা বিশ্বের ৬টি দেশের ১০,২৮৬ জন রোগীর ওপর প্রয়োগ করা হয়েছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা চিকিৎসকদের উচ্চ ট্রপোনিন মাত্রা সনাক্ত করতেও সাহায্য করে। ট্রপোনিনের মাত্রা বেশি থাকলে কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি বাড়ে

এবার নির্ভুল ভাবে হার্ট অ্যাটাক শনাক্ত করবে এআই। চিকিৎসকদের দ্রুত হার্ট অ্যাটাক চিহ্নিত করতে সাহায্য করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এডিনবার্গ ইউনিভার্সিটির সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে এই আবিষ্কার। সিওডিই-এসিএস সারা বিশ্বের ৬টি দেশের ১০,২৮৬ জন রোগীর ওপর প্রয়োগ করা হয়েছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা চিকিৎসকদের উচ্চ ট্রপোনিন মাত্রা সনাক্ত করতেও সাহায্য করে। ট্রপোনিনের মাত্রা বেশি থাকলে কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি বাড়ে। লিঙ্গভেদে এবং পুরনো স্বাস্থ্য সমস্যা যুক্ত রোগীদের ওপরও এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের এই যন্ত্র সফল ভাবে কাজ করেছে। বিশেষজ্ঞরা বলছেন এমারজেন্সিতে খুব কার্যকর হবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সিওডিই-এসিএস। হাসপাতালে ভর্তি কোন রোগী বাড়ি যেতে পারেন তাও নিখুঁত ভাবে বলতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা। চিকিৎসকদের পরামর্শ ডিতে পারবে কোন রোগীর পরবর্তী পরীক্ষা বা ভর্তি থাকার প্রয়োজন। স্কটল্যান্ডের বিভিন্ন হাসপাতালে আসা সম্ভাব্য হার্ট অ্যাটাকের রোগীদের ডেটা ব্যবহার করেছে সিওডিই-এসিএস। রোগীদের বয়স, লিঙ্গ, ইসিজি রিপোর্ট, ট্রপোনিন মাত্রা ব্যবহার করেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। স্কটল্যান্ডে ওয়েলকাম লিপের সঙ্গে সিওডিই-এসিএসের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। গবেষণাটি নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন ও ইউকের ন্যাশানাল ইন্সটিটিউট ফর হেলথ এন্ড কেয়ার রিসার্চের ফান্ডিংয়ে চলছে গবেষণাটি।