Asansol Primary School News: সরকারি প্রাইমারি স্কুলে কে?
রানীগঞ্জ ব্লকের বল্লভপুর অঞ্চলে বি পি মিল প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাইমারি স্কুলে পরিদর্শনে এসে ক্ষোভ প্রকাশ করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। স্কুলের দুরাবস্থা নিয়ে এলাকাবাসীরাও অভিযোগ জানালেও সমস্যা সমাধান হয়নি।স্কুলে দীর্ঘপাঁচ মাস জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই। অভিযোগ বেশ কয়েকবার মিড ডে মিলের খাবারে পোকা দেখা গেছে। নেই স্কুলে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ। দৃশ্যত নীলসাদা রঙের স্কুল হলেও শিক্ষার পরিবেশ তথৈবচ। এছাড়াও স্কুলের বাচ্চাদের দিয়ে কাজ করানো হয় বলে অভিভাবকদের অভিযোগ রয়েছে। স্কুল পরিসরের বাইরে যেখানে পানীয় জলের ব্যবস্থা আছে সেই কলের সামনেই পরিচ্ছন্নতার অভাব। ওই পানীয় জলই স্কুল পড়ুয়ারা খেতে বাধ্য হচ্ছে। এলাকার মানুষজন এইসব একগুচ্ছ অভিযোগ জানিয়েছিলেন বিধায়ককে।
রানীগঞ্জ ব্লকের বল্লভপুর অঞ্চলে বি পি মিল প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাইমারি স্কুলে পরিদর্শনে এসে ক্ষোভ প্রকাশ করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। স্কুলের দুরাবস্থা নিয়ে এলাকাবাসীরাও অভিযোগ জানালেও সমস্যা সমাধান হয়নি।স্কুলে দীর্ঘপাঁচ মাস জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই। অভিযোগ বেশ কয়েকবার মিড ডে মিলের খাবারে পোকা দেখা গেছে। নেই স্কুলে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ। দৃশ্যত নীলসাদা রঙের স্কুল হলেও শিক্ষার পরিবেশ তথৈবচ। এছাড়াও স্কুলের বাচ্চাদের দিয়ে কাজ করানো হয় বলে অভিভাবকদের অভিযোগ রয়েছে। স্কুল পরিসরের বাইরে যেখানে পানীয় জলের ব্যবস্থা আছে সেই কলের সামনেই পরিচ্ছন্নতার অভাব। ওই পানীয় জলই স্কুল পড়ুয়ারা খেতে বাধ্য হচ্ছে।
এলাকার মানুষজন এইসব একগুচ্ছ অভিযোগ জানিয়েছিলেন বিধায়ককে। সরেজমিনে তারই পরিদর্শনে হাজির হন আসানসোল দক্ষিণের বিধায়ক। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের পাশাপাশি ওই এলাকায় মিড ডে মিলের সামগ্রী রাখার ব্যবস্থা নেই বলেও অভিযোগ। স্কুলের প্রধান শিক্ষিকাও অসুবিধার কথা মেনে নেন।এই অব্যবস্থা দেখে বিধায়ক অগ্নিমিত্রা পাল বিডিও অভিক চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগযোগ করেন। তিনি বিষয়গুলো সমাধানের জন্য আবেদন জানান। বিডিও বিষয়গুলোকে খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দেন।