Asia Tallest Tree: এশিয়ার সবথেকে উঁচু গাছ
বিজ্ঞানীরা সন্ধান পেয়েছেন এক আশ্চর্যজনক গাছের। এশিয়ার সবচেয়ে উঁচু গাছের হদিশ মিলল তিব্বতে। এই গাছের উচ্চতা হার মানাবে স্ট্যাচু অফ লিবার্টিকেও ।
বিজ্ঞানীরা সন্ধান পেয়েছেন এক আশ্চর্যজনক গাছের। এশিয়ার সবচেয়ে উঁচু গাছের হদিশ মিলল তিব্বতে। এই গাছের উচ্চতা হার মানাবে স্ট্যাচু অফ লিবার্টিকেও । নাইংচি শহরের বম কাউন্টির বনাঞ্চলে পাওয়া গেছে এই গাছটিকে। পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষকের দল খুঁজে পেয়েছিল এই গাছটি।
এখনও জানা যায়নি গাছটির প্রজাতির ব্যাপারে। চিনা মিডিয়ার মতে, এই গাছটি হতে পারে তিব্বত সাইপ্রেস প্রজাতির। পিকিং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুযায়ী, গাছটির উচ্চতা হবে ১০২.৩ মিটার। স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতা হল ৯৩ মিটার। চিনের সরকারি প্রকাশনা পিপলস ডেইলি অনলাইন বলেছেন, এই গাছের ব্যাস প্রায় ২.৯ মিটার। গাছের উচ্চতা জানার জন্য ড্রোন ব্যবহার করা হয়েছে। গবেষণা দলটি তৈরি করেছে সাইপ্রাস গাছের একটি 3D মডেল। তারপর তাঁরা জানিয়েছেন, এটি এশিয়ার সবচেয়ে লম্বা গাছ। মালয়েশিয়ার দানাম উপত্যকার কাছে একটি গাছ ছিল,তার উচ্চতা ছিল ১০১ মিটার। অনেকেই জানেন না বিশ্বের সবথেকে উঁচু গাছ কোনটি? এই গাছটির নাম কোস্টাল রেডউড। ১১৬ মিটারের লম্বা গাছটি আছে ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে। গাছটির বয়স প্রায় ৮০০ বছর। খুঁজে পাওয়া গেছিল এই গাছটি ২০০৬ সালে। এই গাছের কাছে যাতে কেউ না যেতে পারে,তাই জন্য আবর্জনা ফেলে রাখা হয়েছিল।