অনন্ত-রাধিকার অনুষ্ঠানে নাকি অতিথিদের রুটির সঙ্গে সোনা খেতে দেওয়া হয়েছিল, বললেন সারা!

অনন্ত-রাধিকার প্রাক্-বিবাহ অনুষ্ঠানে নাকি অতিথিদের রুটির সঙ্গে সোনা খেতে দেওয়া হয়েছিল, অতিথিরা সকলে সেটা খেয়েও ফেলেছেন! এমনই জানিয়েছেন সারা আলি খান। যদিও মজার ছলেই ওই মন্তব্য তাঁর। অম্বানিদের আন্তরিকতায় আপ্লুত সারার বক্তব্য, “খুব ভাল লেগেছিল, খুবই উষ্ণ ও আন্তরিক আপ্যায়ন করেছেন ওঁরা।”

অনন্ত-রাধিকার অনুষ্ঠানে নাকি অতিথিদের রুটির সঙ্গে সোনা খেতে দেওয়া হয়েছিল, বললেন সারা!
| Edited By: | Updated on: Jun 22, 2024 | 11:45 PM

এ কী বললেন দীপিকা?
হাজার-হাজার, লাখ-লাখ পুরুষদের কাঁদিয়ে বিদেশের বাসিন্দা ভারতীয় ডাক্তার শ্রীরাম নেনেকে বিয়ে করেন বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিত। সেই আঘাতপ্রাপ্ত পুরুষদের তালিকায় ছিলেন বলিউড দিভা দীপিকা পাড়ুকোনের পিতা ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনও। বলেছেন, “মাধুরী দীক্ষিতের বিয়ে হয়ে যাচ্ছে, এই খবর শুনে আমার বাবা প্রকাশ পাড়ুকোন বাথরুমের দরজা বন্ধ করে খুব কেঁদেছিলেন। মাধুরী ছিলেন তাঁর ক্রাশ।”

মুখ খুললেন সারা
২০১৮ সালে কেদারনাথ ছবিতে ডেবিউ করেন সারা আলি খান। তারপর মুক্তি পায় তাঁর দ্বিতীয় অভিনীত ছবি সিম্বা। তিন সপ্তাহের ব্যবধানে মুক্তি পায় দুটি ছবি। ছবি দুটি একই সময় শুটিংও হয়। ডেট পাওয়া নিয়ে ছিল সমস্যা। ৩-৪দিন একই সঙ্গে শুটিং ডেট পড়ে গিয়েছিল। এর জন্য কেদারনাথ-এর টিম চুক্তিভঙ্গের দায়ে সারার বিরুদ্ধে ৫ কোটি টাকার মামলা করে। সেই সময় তত টাকা তাঁর কাছে ছিলই না। দুই ছবির পরিচালক মিলে বিষয়টি মেটান।

‘মহারাজ’ পেল ছাড়পত্র
নির্ভীক সাংবাদিক কার্সানজিৎ মুলজির জীবনী নিয়ে তৈরি হচ্ছে ‘মহারাজ’ ছবিটি। ‘মহারাজ’ ছবিটিতে ডেবিউ করছেন আমির খানের পুত্র জুনায়েদ খান। কিছু ধর্মীয় সংগঠন ছবির প্রদর্শনী রোধ করার চেষ্টা করে। বয়কটের ডাকও দেওয়া হয়। তবে গুজরাট হাইকোর্ট ছাড়পত্র দিয়েছে ছবিকে। নির্মাতারা চওড়া হাসি হাসছেন।

সাংহাইয়ে ‘টুয়েলফথ ফেল’
সাংহাই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ‘টুয়েলফথ ফেল’। ছবিতে বিক্রান্ত মাসে অভিনয় করেন। তাঁকে দেখা যায় আইপিএস অফিসার মনোজ কুমারের চরিত্রে। তাঁরই জীবনী এটি। ছবির প্রদর্শনীর জন্য সাংঘাই পাড়ি দেবেন বিক্রান্ত।

গিটারে ঝড় তোলেন সায়ন্তিকা
২১ জুন ছিল বিশ্ব সঙ্গীত দিবস। তাই গিটারে টুংটাং করেছেন অভিনেত্রী-সাংসদ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর গিটার বাজানো দেখে অনুরাগীরা তাঁকে ভালবাসা উজাড় করে দিয়েছেন। অনেকে তাঁর বহুমুখী প্রতিভার তকমাও দিয়েছেন।

অক্টোবরেই বিয়েই প্রিয়াঙ্কার
কাজ, প্রেম, বিয়ে। এই নিয়ে জমজমাট টেলিপাড়া! এক মাস আগেই ছোট পর্দার দুনিয়া সরগরম ছিল আদৃত রায়-কৌশাম্বী চক্রবর্তীর বিয়ে নিয়ে। সেই আঁচ জুড়নোর আগেই ফের বিয়ের গুঞ্জন। এ বার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রিয়াঙ্কা মিত্র। ধারাবাহিক ‘খড়কুটো’র দৌলতে যিনি ‘চিনি’ নামে খ্যাত। অক্টোবরের প্রথমেই অভিনেতা শুভ্রজিৎ সাহার সঙ্গে আশীর্বাদ, বাগদান ও আইনি বিয়ে সারবেন অভিনেত্রী।

রুটির সঙ্গে সোনা!
অনন্ত-রাধিকার প্রাক্-বিবাহ অনুষ্ঠানে নাকি অতিথিদের রুটির সঙ্গে সোনা খেতে দেওয়া হয়েছিল, অতিথিরা সকলে সেটা খেয়েও ফেলেছেন! এমনই জানিয়েছেন সারা আলি খান। যদিও মজার ছলেই ওই মন্তব্য তাঁর। অম্বানিদের আন্তরিকতায় আপ্লুত সারার বক্তব্য, “খুব ভাল লেগেছিল, খুবই উষ্ণ ও আন্তরিক আপ্যায়ন করেছেন ওঁরা।”

ধর্ম পরিবর্তন সোনাক্ষীর?
সেজে উঠেছে শত্রুঘ্ন সিনহার বাড়ি ‘রামায়ণ’! মেয়ের বিয়ে বলে কথা। শুরু হয়ে গিয়েছেন মেহেন্দির অনুষ্ঠানও। ভিন ধর্মে বিয়ে করছেন সোনাক্ষী। তাঁর হবু স্বামী জাহির ইকবাল। রটেছে জাহিরকে বিয়ে করার কারণে নাকি নিজের ধর্ম পরিবর্তন করছেন সোনাক্ষী? সত্যি কি তাই? এবার তা নিয়ে বড় সত্যি সামনে আনলেন অভিনেত্রী হবু শ্বশুরমশাই অর্থাৎ জাহিরের বাবা। তাঁর কথায়, “যা রটেছে তা একেবারেই ঠিক নয়। সোনাক্ষী একেবারেই ধর্ম পরিবর্তন করছে না। দুটো মনের মিল হচ্ছে। ধর্ম এখানে কোনও প্রতিবন্ধকতাই নয়।”

কেমন বৌমা চাই?
জেন-জি’য়ের পছন্দের নায়ক কার্তিক আরিয়ান। তাঁর ভক্তসংখ্যা নেহাত কম নয়। এ হেন কার্তিকের সঙ্গে নানা সময়ে জড়িয়েছে নানা নায়িকার নাম। আর কার্তিক? তাঁর দাবি তিনি সিঙ্গল। তবে কার্তিকের মা মালা আরিয়ান চান এবার ছেলের বিয়ের দিতে। কেমন বৌমা পছন্দ তাঁর? কার্তিকের মা মালা আরিয়ান জানিয়েছেন, পেশায় ডাক্তার বউমাই চান তিনি। ছেলের জন্য আয়োজন করতে চান স্বয়ম্বরও।

Follow Us: