Atal Vihari Vajpayee General Scholarship Scheme: শুরু হয়ে গিয়েছে অটল বিহারী বাজপেয়ী জেনারেল স্কলারশিপ স্কিমের রেজিস্ট্রেশন প্রক্রিয়া

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Ashad Mallick

Updated on: Feb 24, 2023 | 4:19 PM

Atal Vihari Vajpayee General Scholarship Scheme: বিদেশে ভারতীয় দূতাবাসের বৃত্তি বরাদ্দ এবং অফার লেটার জেনারেটের শেষ তারিখ ৩০ জুন।আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুলাইয়ের মধ্যে অফার লেটার গ্রহণ করতে পারবেন।

শুরু হয়ে গিয়েছে অটল বিহারী বাজপেয়ী জেনারেল স্কলারশিপ স্কিমের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর জন্য আবেদন করতে পারেন। রেজিস্ট্রেশন চলবে দু’মাস ধরে। সমস্ত আগ্রহী প্রার্থীদের ৩০ এপ্রিলের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ICCR A2R পোর্টাল এখন প্রার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। নির্বাচিত প্রার্থীদের জানানোর জন্য ৩১ মে পর্যন্ত সময় পাবে বিশ্ববিদ্যালয়গুলি। বিদেশে ভারতীয় দূতাবাসের বৃত্তি বরাদ্দ এবং অফার লেটার জেনারেটের শেষ তারিখ ৩০ জুন।আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুলাইয়ের মধ্যে অফার লেটার গ্রহণ করতে পারবেন। ভারতীয় দূতাবাসগুলির অন্যান্য শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার শেষ তারিখ ২২ জুলাই এবং এটি ৩০ জুলাই শেষ হবে। স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে। স্নাতক স্তরের প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ১৮-৩০ বছর।পিএইচডি প্রোগ্রামের জন্য প্রার্থীদের বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla