Arambagh News: মাথা ফাটল দাপুটে তৃণমূল নেতার

Arambagh News: মাথা ফাটল দাপুটে তৃণমূল নেতার

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jul 14, 2023 | 3:06 PM

বেছে বেছে বিজেপির লোকজনের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিলেন। আর তাতে নেতৃত্বে ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী প্রদীপ রায়। শেষ মেশ পালটা প্রতিরোধে তিনিই আক্রান্ত হয়ে ফিরলেন। বিজেপির লোকজন পালটা আক্রমন করায় তার মাথা ফেটে যায়। আর এর জেরেই গোটা গ্রামজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে

গ্রামে গিয়ে বিজেপি কর্মীদের শাসানি ও হুমকি দিতে গিয়েছিলেন তৃণমূলের লোকজন। বেছে বেছে বিজেপির লোকজনের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিলেন। আর তাতে নেতৃত্বে ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী প্রদীপ রায়। শেষ মেশ পালটা প্রতিরোধে তিনিই আক্রান্ত হয়ে ফিরলেন। বিজেপির লোকজন পালটা আক্রমন করায় তার মাথা ফেটে যায়। আর এর জেরেই গোটা গ্রামজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।তৃণমূলের লোকজনদের গ্রামে ঘেরাও করে রাখা হয়। সেই খবর পেয়ে পুলিশ গিয়ে আক্রান্ত তৃণমূল নেতা প্রদীপ রায় সহ অন্যান্য কর্মীদের উদ্ধার করে আনে। পুলিশ এলাকায় টহল শুরু করে।ঘটনা গোঘাটের রঘুবাটি গ্রামপঞ্চায়েতের সন্তা গ্রামের। কিন্তু কেন এমনটা হল। এই এলাকায় তৃণমূলের প্রদীপ রায় পঞ্চায়েত সমিতিতে বিজেপিকে হারিয়ে জয়ী হয়েছেন। কিন্তু সেটা এই এলাকার লোকজন ও বিজেপি কর্মীরা মানতে নারাজ। তাদের অভিযোগ, প্রদীপ রায় হেরে গিয়েছিল। অভিযোগ গননা কেন্দ্রে অত্যন্ত কৌশল ও কারচুপি করে দাপুটে তৃণমূল নেতা প্রদীপ রায় জিতেছেন। সেটাই প্রতিবাদ করেন বিজেপি সমর্থিত গ্রামবাসীরা। ও যাতে ভোট আবার হয় সেই বার্তা দিতে থাকেন তারা। আর এতে গোটা গ্রামে ব্যাপক সারা ফেলে দেয়। এরপরেই বিজেপি এই প্রচার বন্ধ করতে প্রদীপ রায় নিজেই লোকজন নিয়ে আক্রমন করেন ও বাড়ি বাড়ি হুমকি দেন বলে অভিযোগ। এর পরেই গ্রামের মানুষ জন প্রতিরোধ গড়ে তোলেন ও পালটা আক্রমন করেন।তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তৃণমূল নেতা প্রদীপ রায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়। পাশাপাশি তার সঙ্গী সাথীরাও আহত হন। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। প্রদীপ রায় কে হাসপাতালে পাঠানো হয়। যদিও এই ঘটনায় পুলিশ বিজেপির মন্ডল সভাপতি পঙ্কজ রায় সহ বিজেপি কর্মী সন্তু মালিককে গ্রেফতার করেছে। গোঘাট থানার পুলিশ বিজেপির মন্ডল সভাপতি সহ একজন বিজেপি কর্মীকে আরামবাগ মহাকুমা আদালতে হাজির করে। যদিও বিজেপির মন্ডল সভাপতি পঙ্কজ রায় বলেন সবই চক্রান্ত।