AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Woman Safety: পথে ঘাটে বিপদের হাত থেকে রেহাই দিতে বাজারে নারীর বন্ধু 'বি সেফ'

Woman Safety: পথে ঘাটে বিপদের হাত থেকে রেহাই দিতে বাজারে নারীর বন্ধু ‘বি সেফ’

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Mar 09, 2023 | 6:00 PM

Share

পথে ঘটে চলতে গেলে নানা সমস্যার মধ্যে পড়তে হয় মহিলাদের। কিন্তু এবার এমন এক অ্যাপ এসেছে, যার সাহায্যে সহজেই বেরিয়ে আসা যাবে সমস্যার হাত থেকে।

জেনে নিন নিরাপত্তার জন্য নারীদের তাদের ব্যাগে কী-কী জিনিস রাখা উচিত। মহিলাদের সবসময় তাদের ব্যাগে একটি পিপার স্প্রে পিস্তল রাখা উচিত। এটি নারীরা রাখতে পারেন,কারণ নারীদের জন্য এটি রাখা বৈধ।এই স্প্রে,চোখে স্প্রে করার দরকার নেই। আক্রমণকারীর কাছাকাছি গিয়ে তার দিকে দু’বার স্প্রে করলেই তা নিমেষে চোখ এবং ত্বকে ছড়িয়ে পড়বে। 112 India অ্যাপটি Android এবং iOS উভয় ডিভাইসেই চলে। এই অ্যাপে সব ধরনের সিকিউরিটি ফিচার পাওয়া যায়।এটিতে শুধুমাত্র একবার ট্যাপ করেই,যেকোনও পরিস্থিতিতে SOS সতর্কতা পাঠাতে পারবেন। এই অ্যাপটি ভারতীয় কেন্দ্রীয় সরকার প্রকাশ করেছে। bSafe একটি পার্সোনাল সিকিউরিটি অ্যাপ,যা একটি সামাজিক সেফটি নেটওয়ার্ক তৈরি করে। ব্যবহারকারী যখন সমস্যায় পড়েন তখন এটি নিজে থেকেই কাজ করে। এটিতে একটি bSafe অ্যালার্ম রয়েছে,যা আপনার স্থানের আপডেট নিয়ে নেয়। সেই স্থানের আশেপাশের এলাকায় অবস্থিত ব্য়বহারকারীদের ফোনে নোটিফিকেশন পাঠিয়ে দেয়।শক ইফেক্ট সহ এই রিচার্জেবল সেফটি টর্চটি একজন মহিলাদের ব্য়াগে সবসময় রাখা উচিত। এই এলইডি টর্চের লুকনো ভোল্টেজ যে কোনও মানুষকে মারাত্মকভাবে আঘাত করার ক্ষমতা রাখে।