Actor Death:  আত্মঘাতী হলেন টেলি দুনিয়ার অভিনেতা সম্পথ জে রাম

Actor Death: আত্মঘাতী হলেন টেলি দুনিয়ার অভিনেতা সম্পথ জে রাম

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 23, 2023 | 10:52 PM

বিনোদন জগতে ফের দুঃসংবাদ। আত্মঘাতী হলেন টেলি দুনিয়ার অভিনেতা সম্পথ জে রাম। আত্মহত্যার নেপথ্যে লুকিয়ে কী?

ফের আত্মহত্যা অভিনেতার

বিনোদন জগতে ফের দুঃসংবাদ। আত্মঘাতী হলেন কন্নড় টেলি দুনিয়ার অভিনেতা সম্পথ জে রাম। তাঁর বয়স হয়েছিল ৩৫। ‘অগ্নিসাক্ষী’ সিরিয়ালে অভিনয় করে প্রচারের আলোয় আসেন সম্পথ। গত মাসেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘শ্রী বালাজি ফোটো স্টুডিয়ো’। পরিবারের দাবি, অবসাদে ভুগছিলেন তিনি।

 

ইদে সলমনের মুখে হাসি

ইদের বাজারে ভাইজানের ছবি ফ্লপ? উঠেছিল প্রশ্ন। কারণ, প্রথম দিন সলমন খানের ছবি কিসি কি ভাই কিসি কি জান ঘরে তোলে মাত্র ১৫ কোটি। তবে ইদে হাসি ফিরল সকলের মুখে। দ্বিতীয় দিনে ছবির আয় বেড়ে দাঁড়াল ৪১ কোটি টাকা। ইদের বাজারে কি তবে ছন্দে ফিরল ছবির ব্যবসা? এমনই মনে করছেন ডিস্ট্রিবিউটাররা।

খান-রানাওয়াতের সন্ধি?

আমির খানকে প্রকাশ্যেই তুলোধনা করেছিলেন কঙ্গনা রানাওয়াত। ‘বেচারা’ আখ্যা দিয়ে লিখেছিলেন এক লম্বা পোস্ট। শুধু কি তাই? ‘লাল সিং চাড্ডা’ ফ্লপ হওয়ার পর আমিরকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। কিন্তু ইদের রাতই কি সব মিলিয়ে দিল? অন্তত এমনই মনে করছেন নেটিজেনরা। আর সেই সন্ধির নেপথ্যে বড় ভূমিকা পালন করেছে সলমন খানের বোন অর্পিতার ইদের পার্টি। খান ও কঙ্গনা দুজনেরই যে দেখা মিলেছে সেখানে।

ঠাকুমা হলেন নিতু

কয়েক মাস আগেই রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ের জন্ম হয়েছে। ঠাকুমা হয়েছেন নিতু কাপুর। এবার পরিবারে এল নতুন অতিথি। ঋষি কাপুরের বোনপো আরমান জৈন ও তাঁর স্ত্রী অনিশার কোল আলো করে জন্ম হয়েছে পুত্রসন্তানের। রাহার পর আরও একবার ঠাকুমা হয়ে বেজায় খুশি নিতু।

 

ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা?

সলমন খানের বাড়িতে ইদ উপলক্ষ্যে বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল শনিবার। উপস্থিত ছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফও। তবে তাঁর পরনের পোশাক দেখে অনেকেই মনে করছেন, তিনি মা হতে চলেছেন। দোপাট্টা দিয়ে এমন ভাবে ঢাকা পেট, যা দেখে অনেকেরই প্রশ্ন তবে কি বেবিবাম্প লুকোচ্ছেন তিনি?

 

ট্রোলের জবাব শানের

মাথায় ফেজ টুপি পরে ইদে শুভেচ্ছা জানিয়ে চরম কটাক্ষের শিকার গায়ক শান। সাধারণত তিনি সমালোচকদের এড়িয়ে যান। তবে এবার তার ব্যতিক্রম ঘটল। ব্রাহ্মণ হয়ে নামাজ পড়ার পোস্ট দেখে মেজাজ হারানো নেটিজেনদের দিলেন কড়া বার্তা। বললেন, তিনি ব্রাহ্মণ এটা যেমন ঠিক, তেমন এটাও ঠিক তিনি ভারতীয়। আর ভারতীয় সংস্কৃতি শেখায় প্রতিটা ধর্মীয় উৎসবে একযোগে সামিল হতে। তিনিও তাই করেছেন মাত্র।

লাকি ব্রেসলেট কাকে ধার দিলেন সলমন?

নিজের লাকি ব্রেসলেট কাকে দিলেন সলমন খান? ইদ উপলক্ষ্যে বাড়িতে রেখেছিলেন পার্টি। সেখানেই আমির খানকে উপস্থিত হতে দেখা যায়। কিন্তু এ কি? হাতে সলমনের ব্রেসলেট? তবে সলমন তা আমির খানকে দিয়ে দেননি। কিছুক্ষণের জন্য পরতে দিয়েছিলেন মাত্র। কারণ পার্টি শেষে তা আবারও দেখা যায় ভাইজানের হাতে।

কবে আসছে ‘সিংহম এগেইন’?

আবারও জুটি বাঁধছেন অজয় দেবগন এবং রোহিত শেট্টি। আগামী বছর বড়পর্দায় মুক্তি পাবে ‘সিংহম এগেন। স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাচ্ছে এই ছবি। অর্থাৎ ২০২৪ সালের ১৫ অগস্ট আবারও পর্দায় ফিরছে অ্যাকশন প্যাকড এই পুলিশ সিরিজ।

 

ট্রোলের মুখে ঋতুপর্ণা

প্রখর দাবদাহে পুড়ছে বাংলা। বৃষ্টির পূর্বাভাস থাকলেও তার নামগন্ধ নেই। দুধের স্বাদ ঘোলেই মেটাতে চেয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু ফল যে এমনটা হবে তা হয়ত তিনি নিজেও বুঝতে পারেননি। সুইমিংপুলে জলকেলির এক ছবি পোস্ট করেছিলেন নায়িকা। আর তাতেই তাঁর উপর নেমে এল কদর্য আক্রমণ।