South 24 Parganas News: পুজোর কেনাকাটা না করে…
পুজোর কেনা কাটির থেকে রাস্তা সরানো অনেক বেশি গুরুত্ব পূর্ণ, শেষ মেস ১২ টি পরিবার পুজোর কেনাকাটার থেকে খরচা বাঁচিয়ে রাস্তা সারাই এর সিদ্ধান্ত নিলো। দক্ষিণ ২৪ পরগনার আসুতি ২ পূর্ব পাড়া এলাকার ১০০ মিটার রাস্তা পঞ্চায়েত এর তরফ থেকে সারাই করা হচ্ছেনা। বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়।
পুজোর কেনা কাটির থেকে রাস্তা সরানো অনেক বেশি গুরুত্ব পূর্ণ, শেষ মেস ১২ টি পরিবার পুজোর কেনাকাটার থেকে খরচা বাঁচিয়ে রাস্তা সারাই এর সিদ্ধান্ত নিলো। দক্ষিণ ২৪ পরগনার আসুতি ২ পূর্ব পাড়া এলাকার ১০০ মিটার রাস্তা পঞ্চায়েত এর তরফ থেকে সারাই করা হচ্ছেনা। বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়। পাড়ার বয়স্ক রা রাস্তা দিয়ে ঠিকঠাক যাতায়াত করতে পারেনা। এলাকার মানুষ দের অভিযোগ বহুবার পঞ্চায়েত এ অভিযোগ করে কোনো সুরাহা হচ্ছেনা। পঞ্চায়েত সদস্য কে বললে তিনি বলেন এখন করা সম্ভব নয় নিজেরা ই করিয়ে নিন কাজ। এসব সোনার পরে ১২ টি পরিবার সিদ্ধান্ত নেই এই কাজ তারা নিজেরাই টাকা দিয়ে করাবে।
শেষে একটি ফান্ড তৈরী করা হয়, সবাই সবার সাধ্য মতো ওই ফান্ড এ টাকা জমা করে রাস্তায় রাবিশ ফেলা হয়। এলাকার মানুষ দের বক্ত্যব্য পুজোতে ৫ দিন আনন্দের থেকে রাস্তা সরানো টা অনেক বেশি গুরুত্ব পূর্ণ, কারন খারাপ রাস্তা দিয়ে এলাকার মানুষ জন হাটা চলা করতে পারছেনা। আরো অভিযোগ রাস্তায় লাইট পর্যন্ত নিজেদের খরচা করে লাগাতে হয়েছে। পঞ্চায়েত কোনো ব্যবস্থা নেয়নি। এলাকার মানুষ দের বক্ত্যব্য আমরা পঞ্চায়েত এ ট্যাক্স দি তাহলে কেনো আমরা পরিষেবা পাবোনা। যদিও এলাকার পঞ্চায়েত সদস্য কে এই প্রশ্ন করলে সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন এই কাজ বললেই এখুনি করা সম্ভব নয়, ধীরে ধীরে করতে হবে সব কাজের একটা নিয়ম আছে। পঞ্চায়েত এর এই ভূমিকা তে ক্ষুব্ধ আসুটি পূর্ব পাড়ার লোকেরা। যদিও এখনো রাস্তার আরো কাজ বাকি আছে।